জীবন

  • লেখক: ডলি ঋষি
  • Category: কবিতা
  • Published on: Tuesday, Nov 12, 2024

জীবন?

সে এক বিষাদের প্লাটফর্ম !

টুকরো টুকরো স্বপ্নের রংমহল ।

অদ্ভূত সব নিয়মে বাধানো এক ক্যানভাস,

কোথায় সাদা তার,কোথাও কালো ।

 

বেলাশেষে শত অভিযোগের এক অফুরন্ত ভান্ডার,

যা শুধু নিজের উপর নিক্ষিপ্ত ।

কেউ আসে আবার কেউ যায়,শুধু রয়ে যায় তার স্মৃতি,

বেলাশেষে আমি খুঁজে পাই সেই আপনহারা প্রীতি ।


জীবন?

সে-তো বিষাদেরই নাম,

বিরহের শত প্রহর,

অপূর্নতা আর নিঃসংঙ্গতায় সাজানো এক রহস্যপুরী,

যেথা কেবল প্রবেশপথই বিদ্যমান।


জন্মই যেথাপ্রহর গোনা কিসের এতো দম্ভ ?

না জন্মিলে কি জানিতাম জন্মে এতো বিষাদ? 

যেথা একদিন মরার জন্য বাঁচতে হয় অনেকগুলো দিন।

 

 

 

জীবন || ডলি ঋষি

 

ডলি ঋষি একজন শৌখিন লেখক । তিনি সিলেটের কানাইঘাট কলেজের অনার্স ১ম বর্ষের ইংরেজি বিভাগের ছাত্রী । পড়ালেখার পাশাপাশি বাস্তব জীবনের চিত্র নিয়ে লেখালেখি পছন্দ করেন । তিনি প্রচুর বই পড়তে ভালোবাসেন ।