ক্ষুদার জ্বালা
"ক্ষুদার জ্বালায় ইচ্ছা করে
কুলের বাচ্চাটাকে ছিঁড়ে খাই"।
কথাটা বলেছিলো এক ঊনিশ বছরের-
আমার মতো বয়সি মেয়ে ভিক্ষুক ,
কলেজে যাওয়ার রাস্তায়- আমি প্রায়ই যায় দেখা পাই ।
দেখা হলেই ওর খবরা- খবর শুনার জন্য বায়না পতাই ।
"বিয়ে হয়েছে বছর তিনেক -
পণের টাকা আজও বাকি থাকায় বর আমায় রোজ পিটায় !
সংসারের কাজ, বাইরের কাজ আরও কতো কাজের জন্য আমাকে ঘাটায় ।
খেতে পাই না , তবে ওর ঘরে -
রাতে ঠাই পাই মাতা গুজার" ।
ছেলেটি হয়েছে বছর গড়ালো -
ওর দুনিয়ায় আসাটা স্বামীর কাছে খুশির নয় বরং সাজার ।
"ক্ষুদার জ্বালায় ইচ্ছা করে -
কুলের বাচ্চাটাকে ছিঁড়ে খাই" ।
কথাটা বলেছে এক ঊনিশ বছরের -
আমার মতো বয়সি মেয়ে ভিক্ষুক ,
কলেজে যাওয়ার রাস্তায় আমি -প্রায়ই যার দেখা পাই ।
ক্ষুদার জ্বালা । । ফেরদৌসী জান্নাত আফরোজা
ফেরদৌসী জান্নাত আফরোজা একজন শখের লেখক। তিনি পড়াশুনার পাশাপাশি সময় পেলেই কবিতা লেখেন । তিনি অবসর সময় পেলে ছবি আঁকতে , লেখালেখি করতে এবং বাগান করতে পছন্দ করেন । তিনি নতুন নতুন জিনিস শিখতে ও এক্সপেরিয়েন্স করতে অনেক পছন্দ করেন ।