আমি দেখেছি জুলাই

  • লেখক: মোছাঃ ফেরদৌসী জান্নাত আফরোজা
  • Category: কবিতা
  • Published on: Sunday, Oct 6, 2024

Winner of the Month based on Judges panel vote (September, 2024)


আমি দেখেছি রাক্ষুসীর থাবা

রক্তপিপাসুর শাসন,

আমি দেখেছি মুক্তিযুদ্ধের চেতনায় নামে

জুড়ে বসা জল্লাদের আসন।


আমি দেখছি শত মায়ের কান্না, বাবার অসহায়ত্ব -

শত বোনের আহাজারি আর ভাইয়ের তাজা রক্ত,

এই লাশের মিছিল আর রক্তের গন্ধের মাঝে-

আজ দেখেছি একদল অন্ধ ফেরআউনের ভক্ত।


আমি দেখেছি খুনিকে করতে খুনের বিচার -

নিরপরাধের মৃত্যুদণ্ড,

সনাতনীরা ও নাকি আজ শিবিরের নেতা,

মওলানা নাকি জঙ্গী- ভন্ড।


দেশ বিক্রেতা মন্ত্রী তুমি ,

বিশাল দেশপ্রেমী -

অধিকার চাইতেই হলাম আজ আমি

রাজাকারের নাতি ।


আমি দেখেছি ট্যাক্সের টাকা পাচারকারী করে -

ব্যাংক ডাকাতির বিচার,

মেধাবীদের বুক ফোঁটু করে -

বেটা হাবিলদারের কি পাওয়ার ।


৭১ এর মুক্তিসেনা থাকলে আজ -

দেশদ্রোহীর ট্যাগ পেতো,

কবি নজরুল এই জুলাইয়ে -

আবার কারাবন্দি হতো।





আমি দেখেছি জুলাই || মোছাঃ ফেরদৌসী জান্নাত আফরোজা


মোছাঃ ফেরদৌসী জান্নাত আফরোজ একজন শখের লেখক । তিনি শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর অনার্স প্রথম বর্ষের ছাত্রী। তিনি সময় পেলে লেখালেখি করেন । তাছাড়াও তিনি ছবি আঁকতে , বই পড়তে ও বাগান করতে অনেক বেশি ভালোবাসেন।