মায়া
বড়ই অদ্ভুত জিনিস এই মায়া,
এটি তোমার সাথে থাকে যেভাবে থাকে ছায়া।
'মায়া' কি না করতে পারে,
এর সামনে সব কিছুই হারে।
যাদের মন আছে ,
মায়া থাকে তাদের কাছে।
মায়া দ্বারা সম্ভব সবকিছু,
মানুষ শুধু ঘুরে এর পিছু।
মায়া কি? আছে জানার ইচ্ছা,
কেন তোমার মনকেই করো না এটা জিজ্ঞাসা।
পৃথিবীটা টিকে আছে মায়ার কারণে,
আর মানুষ বেচেঁ থাকে মায়ার জন্যে।
বলতে গেলে মায়া হলো সবকিছু,
জীবনে ছাড়বে না তোমার পিছু।
ভালোবাসা, ভালোলাগা, ইচ্ছা বা স্বপ্ন এসবই মায়ার উদাহারণ,
রাগ, ঘৃণা, হিংসা এগুলো মায়ার আরেক ধরণ।
ভাবতে পারো এসব কি বলছি আমি,
এসব মনে হতে পারে পাগলামি।
মায়া জিনিটা এই রকমই ভাই,
মায়ার কোনো বিকল্প নেই।
মায়ার নমুনা দেখতে চাও,
তাহলে মানুষের জীবনটা দেখে নাও।
মানুষের জীবন সফল কখন হয়,
যার প্রতি আছে মায়া সেটা করতে পারলে জয়।
মায়া ছাড়া মানুষ কি কোনো চিন্তা- ভাবনা করে,
সবকিছুতেই তো মায়া কাজ করে।
মানুষ এতো কষ্ট করে স্বপ্ন জয় করে,
এসবই তো করে মায়ায় পড়ে।
এই যে মানুষ বিয়ে করে গড়ে সংসার জীবন,
এর পেছনেও মায়া কাজ করে সারাক্ষণ।
বর্তমানে বেশিরভাগ যুবকদের মাঝেই জাগে প্রেমের চিন্তা - ভাবনা,
এটাও মায়া ছাড়া আর কিছুই না।
যেসব মানুষদের প্রতি করে আমাদের মায়া কাজ,
তাদের দুঃখ ভেতরে ভেতরে আমাদেও মনও ধরে দুঃখির সাজ।
চোখের সামনে যে প্রিয় মানুষকে কষ্ট দেয়,
মায়ার কারণেই তার উপর রাগ পায়।
এই যে চারদিকে এত দূর্নীতির কালো ছায়া,
এর পেছনেও কাজ করে ক্ষমতা আর অর্থের মায়া।
মায়া কি আশা করি বুঝা গেছে,
কবিতাটা ভালো লাগলে সেখানেও মায়া সবশেষে।
মায়া || মো সৌমিত্র
মো. সৌমিত্র একজন কবি, যিনি তার লেখায় গভীর চিন্তাধারা এবং মানবিক অনুভূতিগুলোকে তুলে ধরেন। তার কবিতায় জীবন, প্রকৃতি, এবং সমাজের বিভিন্ন দিক অত্যন্ত সূক্ষ্মভাবে প্রতিফলিত হয়। লেখালেখির মাধ্যমে তিনি নিজের মনের ভাব প্রকাশ করতে ভালোবাসেন এবং পাঠকদের মাঝে একটি গভীর সংযোগ স্থাপন করতে সক্ষম হন।