চপেটাঘাত
কইরে জসিম
কইরে নিখিল
দুখিনীর বুকে মার,
মার যত কিল!
ঝাঝরা কর,
কর ঝাঝরা
তাজা-তাজা প্রাণ
রক্তিম শাণ!
বিবেকের মার মরে
গেছে তাজ,
কিসের লজ্জা
কিসের লাজ?
আছে যত রুটি
হেসে কুটি কুটি,
স্বাধীনের লাশে ডুবেছে খুটি
কিল দে কর্ রে মুঠি।
স্বাধীন’তা সে গোলকধাধা
কিসের সাজা, কিসের রাজা
কিসের তাজা
রক্ত সাজা,
রক্ত সাজা!
চপেটাঘাত || উমর শরিফ
উমর শরিফ, সাহিত্যিক ছদ্মনাম শাণ, একজন লেখক ও ব্যবসায়ী। তার বেড়ে ওঠা উনিশ-বিশ শতকের পার্বতীপুর, দিনাজপুরের এক মেঠোপথে। ভালবাসা থেকে লেখার প্রতি আগ্রহ জন্মায় এবং সেই সূত্রে লেখালেখি শুরু করেন। পেশাগত জীবনে তিনি ব্যবসার সঙ্গে যুক্ত।