প্রিয় যশোর
বাংলাদেশের প্রথম জেলা
যশোর জেলার জন্য,
এই জেলাতে জন্ম নিয়ে
আমরা সবাই ধন্য।
বাংলাদেশের প্রথম স্বাধীন
প্রিয় যশোর জেলা,
এই জেলার গদখালীতে
বসে ফুলের মেলা।
মহান কবি মাইকেল মধুসূদন দত্তের
এই জেলাতে বাড়ি,
কপোতাক্ষ নদীর তীরে
গ্রাম সাগরদাড়ি ।
বিশ্বব্যাপী ছড়িয়ে আছে
এই জেলারই যশ,
যশোর জেলায় সারি সারি
খেজুর গাছের রস।
বৃহত্তম সিনেমা হল মণিহার
এই জেলারই মাঝে,
দর্শকদের পদভারে
সিনেমা হল জমজমাট আছে।
বৃহত্তম স্থল বন্দর
এই জেলারই বুকে,
পর্যটকদের পদভারে
মনভরে যায় সুখে ।
ডিজিটাল প্রথম জেলা
আমার যশোর শহর ,
গ্রাম বাংলায় তথ্য সেবায়
বইছে খুশির বহর।
প্রিয় যশোর || সাদিয়া তাসনিম
সাদিয়া তাসনিম একজন লেখিকা। শখের বশে তিনি কবিতা, ছোট গল্প, প্রবন্ধ ইত্যাদি রচনা করে থাকেন। তিনি সময় পেলেই বই পড়তে ভালোবাসেন। এছাড়াও বই সংগ্রহ করা তার অন্যতম নেশা। তিনি প্রচুর ভ্রমণ করতেও পছন্দ করেন।