মৃত্যু
মৃত্যু !
এক বিভীষিকার নাম
জীবনের পরপারে,
আছে এক স্থান
যেখানে মৃত্যুর বসবাস।
মৃত্যু আর নিদ্রা
যেন সহোদরা,
নিদ্রা মানে জাগরণের,
সাময়িক বিরতি মাত্র,
যেখানে স্বপ্ন-কল্পনার,
ছিটেফোটা রং এসে লাগে।
স্বপ্নের ঘন কুয়াশার আচ্ছাদনে
জট পাকতে থাকে কল্পনা
দু'চোখ ঘুমে ঢাকা ,
নিদ্রার চুম্বনে
তলিয়ে যায় স্বপ্নের ধূম্রচ্ছায়ায় ,
জাগরণে স্বচ্ছ বাস্তব।
জীবন এক রেলগাড়ী
জীবনের অধ্যায়গুলো
একেকটা প্লাটফর্ম
যেটা মৃত্যু নামক স্টেশনে থেমে যায়।
জীবনের যাত্রা সাঙ্গ করে
মৃত্যুকে আলিঙ্গন করে
মানুষ ঘুমিয়ে পড়ে চিরনিদ্রায়।
মৃত্যু || সাবরিনা তাহ্সিন
একজন বই প্রেমিক। তিনি বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। পেশায় তিনি একজন কনটেন্ট রাইটার। ছোটবেলা থেকেই বইয়ের জন্য তার অন্যরকম ভালোলাগা ও ভালোবাসা। লেখালেখি, ছবি আঁকা, রচনা প্রতিযোগিতার অংশগ্রহণ করার মাধ্যমে অনেক পুরষ্কার প্রাপ্তি ঘটেছে। কাজের ফাঁকে সময় পেলেই তিনি বই নিয়ে বসে যান, এছাড়াও অনলাইন পত্র-পত্রিকা ,ম্যাগাজিনেও লেখালেখি করা হয়। হুমায়ূন আহমেদ তার প্রিয় লেখক। বই পড়ার পাশাপাশি তিনি কবিতা, ছোট গল্প এবং মনোমুগ্ধকর বইয়ের রিভিউ দিয়ে থাকেন।