বন্যার গান
মাথার উপর হাওয়া চালিয়ে
আরাম হাতে ফোনটা নিয়ে,
লিখলেন গুণীজন
নৌকা সরাও,নৌকা হটাও,
সেই নৌকায় আবার ত্রাণ পাঠাও!
জুলাই মাসের রক্ত নদী,
আগস্ট মাসে বন্যার পানি,
পানি লাগবে বলে গলা ফাটানো ছেলেটা
আজ লাইফজ্যাকেট পরে ছুটছে উদ্ধারে।
বন্যার জলে কাঁদছে মানুষ
কুমিল্লা,নোয়াখালী আর ফেনি।
ওদিকে আশঙ্কায় কেঁদে মোরছে মোর
উত্তরবঙ্গবাসী।
ছেলের পিঠে মা ভর দিয়েছে,
বাবার বুকে ছেলেমেয়ে,
পাতিলে ভাসছে বেহেশতী বাচ্চা,
জল পড়ে গাল বেয়ে বেয়ে।
জীবন যেখানে মূল্য সেখানে
বলেই নেমে পড়েছে বাংলার আপামর জনগণ।
ধুর মিয়া বলে দিলেন ফোনটা বন্ধ করে
বাংলার গুণীজন।
বন্যার গান || মুহাঃতাসদীকুল হক
মুহাঃতাসদীকুল হকের জন্ম ২০০২ সালে পদ্মা নদীর পাড়ে রেশমের জন্য খ্যাত রাজশাহী নগরীতে। স্কুল-কলেজের গন্ডি পেরিয়ে তিনি এখন রাজশাহী মেডিকেল কলেজে অধ্যয়নরত। তিনি বর্তমানে লেখালেখির কাজের সাথে জড়িত।