মুগ্ধের মুগ্ধতা

  • লেখক: সাদিয়া তাসনিম
  • Category: কবিতা
  • Published on: Thursday, Sep 5, 2024

Winner of the Month based on Judges panel vote (August, 2024)


মুগ্ধ তার মুগ্ধতা ছড়িয়ে দিতে 

 এসেছিল আন্দোলনের মাঠে,

আন্দোলনরত ভাই-বোনদের জন্য 

দিয়েছো সাহায্যের হাত বাড়িয়ে,

বজ্র কন্ঠে ডাক দিয়েছো

পানি বিস্কুট হাতে নিয়ে 

পানি লাগবে পানি?


পানি পানি বলে যখন 

তুমি দিশেহারা-

হঠাৎ হায়েনার দল এসে

করতে থাকে তাড়া,

হায়েনা নামক ঘাতকের রাইফেল থেকে 

নিষ্ঠুর বুলেট ছুটে এলো,

হঠাৎ তোমার মাথায় 

তুমি নিস্তব্ধ হয়ে পড়ে রইলে মাটিতে 

কোথায় গেল তোমার 

পানি পানি বুলি।


রাজপথ রক্ত গঙ্গায় ভাসছে 

মুগ্ধ তুমি চলে গেলে ওপারে।

আজ তোমার বাংলা মুক্ত 

এই বাংলা থেকে স্বৈরাচার পালিয়েছে,

 আজ মুগ্ধ নেই এই বাংলায় 

শহীদ তুমি দেশের জন্য 

তোমার স্মৃতি আমরা কেউ ভুলবো না।

পানি লাগবে পানি?

পানি !পানি !




মুগ্ধের মুগ্ধতা || সাদিয়া তাসনিম


সাদিয়া তাসনিম একজন লেখিকা। শখের বশে তিনি কবিতা, ছোট গল্প, প্রবন্ধ ইত্যাদি রচনা করে থাকেন। তিনি সময় পেলেই বই পড়তে ভালোবাসেন। এছাড়াও বই সংগ্রহ করা তার অন্যতম নেশা। তিনি প্রচুর ভ্রমণ করতেও পছন্দ করেন।