Review: Ladies and Gentlemen
Winner of the week based on Popular Vote (19th August 2021)
রিভিউঃ ZEE5 এ রিলিজ হওয়া Mostofa Sarwar Farooki পরিচালিত ওয়েব সিরিজ "Ladies & Gentleman".
ফারুকী ভাইয়ের আগের সব কাজ যারা দেখেছেন, তারাই জানেন উনি কত বড় মাপের নির্মাতা! ফারুকী ভাইয়ের কাজ মানেই নতুনত্ব, উনার মেকিং এ একটা নিজস্বতা থাকবেই। ৮ পর্বের এই সিরিজেও উনি তা ধরে রেখেছেন। উনার মেকিং আর ডিরেকশন নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। কিন্তু মহানগর বা তাকদীরের মত মাস্টারপিস গুলি পাওয়ার ফলে আমাদের মত সাধারণ দর্শকের এক্সপেকটেশন এখন অনেক বেশি। আমিও তার ব্যতিক্রম নই। সে জায়গা থেকে আমি বলব সিরিজটি দেখে আমিও হতাশ! যে আশা নিয়ে সিরিজটি দেখতে বসেছিলাম, তার অর্ধেকও পূরণ হয়নি। গল্প হচ্ছে এখনকার কন্টেন্ট গুলির প্রাণ, কিন্তু এই সিরিজের গল্প, প্লট আমার কাছে তেমন স্ট্রং মনে হয়নি। কাহিনি বেশ স্লো এগিয়েছে এবং শেষ এর ২ টি এপিসোড দেখে আমি একেবারেই হতাশ! তারকাখচিত এই সিরিজে সবার অভিনয়ই বেশ ভালো ছিল, তবে তিনজনের কথা আলাদা করে বলতে হবে- পার্থ বড়ুয়া, ইরেশ যাকের ও তাসনিয়া ফারিন। বিশেষ করে পার্থদা পুরোপুরি লাইমলাইট কেড়ে নিয়েছেন!
একটি ক্যামিও চরিত্রে ছিলেন চঞ্চল চৌধুরী, তাই উনার খুব বেশি কিছু করারও ছিল না।
আগেই বলেছিলাম ফারুকী ভাইয়ের কাজ মানেই নতুনত্ব, এই সিরিজেও তেমন একটি ব্যাপার খুব ভালো লেগেছে- ৮ টি পর্বের নাম ৮ টি বিশ্বখ্যাত চলচ্চিত্রের নামে রাখা! এরকম আইডিয়া ফারুকী ভাইয়ের মাথা থেকেই আসবে।
আসল কথা বলি, সিরিজটি কিন্তু আপনারা zee5 এপ এ একদম ফ্রিতেই দেখতে পারবেন, আর সাবস্ক্রাইব করে দেখলে একদম বিজ্ঞাপনমুক্ত ভাবেই দেখতে পারবেন। সাবস্ক্রাইব ফিও খুব কম -১৩ টাকা থেকে শুরু করে ৬০ টাকার মধ্যেই বেশকিছু প্যাকেজ পাবেন!
তবে আর দেরি কেন? দেখেই ফেলুন সিরিজটি, আর সাপোর্ট করতে থাকুন বাংলাদেশি কন্টেন্টগুলিকে।
Review: Ladies and Gentlemen || Samrat Chowdhury
Samrat Chowdhury is a music and movie lover and is a final year Bachelor's student of Urban and Regional Planning at CUET.