প্রশ্নপত্র
শুধাইয়া হইলাম বেহুশ, গুনিলি না কেউ;
উত্তর আসিবে ভাবি, মন গঙ্গার ঢেউ,
উথাল-পাথাল, নর্তকীর তাল, পায়ের ঘুঙুর,
ছিড়িয়া বিছাইলি দরু বহুদরূ;
কুড়িয়া পাইবো কি আর যক্ষের ধন?
উত্তর আসিলো কি! মানিক রতন?
এবে কুঞ্জে হাঁটিছি যুবতী, পদতলে বিধিঁল মোহ;
যাই বহুপথ, রুকিলাম বটে,
জবাব দিল কি কেহ?
দিন কাটিয়াছি, বহুকাল হল, শুধিতে গিয়াছি ভুলি;
ভুলিনি তবু, মানিক রতন, তোমার দাদার বুলি !
প্রশ্নপত্র || তাফসানা আফরিন মৃদুলা
তাফসানা আফরিন মৃদুলা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্রী। বর্তমানে চারুকলা অনুষদের অধীনে ভাস্কর্য বিভাগে অধ্যয়নরত। তার বাড়ি বরিশালে অবস্থিত। তিনি মূলত তার নিজের বাস্তবিক জীবনের কথা গুলোই লেখার মাধ্যমে সংরক্ষণ করেন এবং কবিতার মধ্যে ফুটিয়ে তুলতে চান। তিনি বিশ্বাস করেন মানুষের জীবনের মধ্যেই সকল কিছু লুকিয়ে থাকে। "প্রশ্নপত্র"' লেখাটাও ঠিক তাই এইটাও তার বাস্তবিক জীবনের প্ৰশ্ন যা শুধুমাত্র লেখার মাধ্যমে সংরক্ষণ করতে চেয়েছেন।