তুমি বলেছিলে
বৃষ্টি তোমার প্রিয় তুমি বলেছিল একদিন আমায়।
তবুও সেই বৃষ্টিতে ভিজতে চাওনি তুমি কোনদিন,
বৃষ্টি হ’লেই নাও তুমি তাই ছাতার আশ্রয়।
রোদ্দুরও কে ও ভালোবাসো তুমি তাও বলেছিলে
তবুও তুমি ছায়া খুঁজে বেড়াও রোদ্দুরকে এড়াতে।
ছায়া খুঁজে বেড়ায় তোমার দু’চোখ
জ্বলন্ত সূর্যের দহন থেকে আড়াল খুঁজতে।
তুমি বলেছিলে বাতাস তোমার খুব প্রিয়
তুমি তাকেও ভালোবাসো।
সেই বাতাস যখন নিজের খেয়ালে দুরন্ত হয়ে বয়
তুমি বন্ধ করে দাও তার প্রবেশের পথ,
আর নিজেকে বাঁচাও কোনো নিশ্চিত আশ্রয়ে।
তাই যখন তুমি তোমার প্রিয়
বৃষ্টি, রোদ্দুর আর বাতাস থেকে
আড়াল করে রাখো নিজেকেই বলো না তুমি
তা’হলে শুধু কি ভালোবাসার অভিনয়ই সার
আর সবই তবে ফাঁকি প্রিয়া গো তোমার!
আসলে তুমি নিজেকে ছাড়া কাউকেই
ভালোবাসোনি কখোনোই আর,
তোমার মনের কাছে জানতে চেয়ে দেখো একবার।
তুমি বলেছিলে ।। অপূর্ব চক্রবর্তী
মূলত একজন ছাত্র। পড়াশুনার পাশাপাশি বই পড়তে ভালো লাগে। বইয়ের প্রতি এবং জীবনানন্দ দাশের কবিতার প্রতি ভালোলাগা-ভালোবাসা থেকেই অতি নগণ্য এই লিখা। আশা করি সবাই আরো উৎসাহ দিবেন। আপনাদের উৎসাহই আমার অনুপ্রেরণা যোগাবে।