স্মৃতি

  • কলমে: তাসনিয়া ইসলাম
  • Category: কবিতা
  • Published on: Thursday, May 9, 2024

নিষ্ঠুর পৃথিবীর অন্তিম রহস্যের ভীড়ে,

হঠাৎ যদি একদিন প্রশ্ন করে বসি?

পারবে কি আমায় উত্তর দিতে!

কেন ছেড়ে গিয়েছিলে সে দিনটিতে,

যে দিনটাতে চাইলে তো পারতে 

ভালোবাসায় নিষ্ঠুরতা না দেখিয়ে

সুখের আলিঙ্গন করতে।

 

এমন একটা দিন প্রশ্নরা ঘিরে ধরবে,

যেদিন আর মিথ্যে চলনায় মজতে পারবে না।

কোন একটা সময়ে সেকেন্ড এবং ঘন্টার কাটা থেমে যাবে, 

কিন্তু বুঝতে পারবে না হিসেব-নিকেশের পাল্লায় মেপে

কতটা ভুল করেছিলে সেদিন,

আজ আমি অস্তিত্বহীন এক জীবন নিয়ে বাঁচি, 

বাঁচার অনুপ্রেরণা জাগিয়ে দিয়েছিল সেদিন,

যেদিন ছেড়ে গিয়ে বুঝতে দিয়েছো,

আমার জন্য আমার বাচা উচিত।

 

তাই আজ নিজেকে মানিয়ে নিয়ে,

সত্যের পথ ধরে এক নতুন সৃষ্টি নিয়ে বাঁচি। 

জীবনের পাল্লায় আজ ভালোবাসা মূল্যহীন,

সকল স্মৃতির মহিমায় মায়া নিস্তেজ প্রায়!

সকল অভিযোগের খোরাক ডাকঘরে

 আজ কতশত চিঠি পড়ে আছে,

যা প্রেরক মূল্য দিলেও, প্রাপক বেপাত্তাহীন।



স্মৃতি || তাসনিয়া ইসলাম


তাসনিয়া ইসলাম একজন প্রতিভাবান লেখক। তিনি ছোট গল্প, নাটক, কবিতা, লিখতে ভালোবাসেন। বই তার প্রিয় সঙ্গী, তাই বইয়ের সাথেই যেন তার অবসর সময়টা চলে যায় নীরবে।এছাড়াও তিনি বই সংগ্রহ করতে ভালোবাসেন। ভ্রমণ তার অন্যতম শখ।