ধ্বংসস্তূপ

  • লেখক: কাশফিয়া নাহিয়ান
  • Category: কবিতা
  • Published on: Monday, Apr 8, 2024

কেউ কি কখনও দেখেছে আমার ভেতরটা একটা ধ্বংসস্তূপে পরিণত

নিজেকে দুমড়ে মুচড়ে নিঃশব্দে প্রতিমুহূর্ত পার করি অবিরত।

কেউ কি কখনও দেখেছে আমি এখনও ডুকরে ডুকরে কাঁদি

যন্ত্রণায় ছটফট করে কত রাত অগণিত জাগি

কেউ কি কখনও বুঝেছে আমি কতটা মর্মাহত

আগুনে ঘনীভূত হয়ে কতটা হতাহত


কেউ কি কখনও বিশ্বাস করবে আমি কতটা সর্বহারা

এদিক ওদিক ছুটে বেড়াই দিগ্বিদিক জ্ঞানশূন্য দিশেহারা

কেউ কি কখনও দেখেছে নিজের সাথে যুদ্ধ করতে করতে আমি কতটা ক্লান্ত

ভেতরে ভেতরে কতটা বিধ্বস্ত,কতটা অশান্ত

কেউ কি কখনও বুঝেছে আমার হাসির পিছনে লুকিয়ে আছে কতটা চোখের জল

আমার উপর ভর করে নিঃসীম শূন্যতার দল


কেউ কি কখনও দেখেছে আমি কতটা অবসন্ন

আমার জীবন কতটা বিষণ্ণ

কেউ কি কখনও খেয়াল করেছে নিজেকেই নিজের মনে হয় অভিশপ্ত

আমার অস্তিত্বের ধ্বংসাবশেষ পড়ে থাকে বিক্ষিপ্ত

কেউ কি কখনও দেখেছে এই ধ্বংসস্তূপই আমার নিয়তি

এরই মধ্য দিয়ে টানা হবে আমার জীবনের ইতি।



 

ধ্বংসস্তূপ ।। কাশফিয়া নাহিয়ান


তিনি পেশায় একজন অফিসার ইন এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড। ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স।সরকারি চাকরি করা সত্ত্বেও সাহিত্য চর্চা লেখালেখি তার প্যাশন। তাহার স্বরচিত গল্প কবিতা বাংলাদেশী ও ভারতীয় ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ও সমাদৃত হয়েছে। তিনি "সাহিত্য পুরস্কার ২০২৪" এ ভূষিত হয়েছেন। নিজেকে বিকশিত করে বাংলা সাহিত্যের অগ্রগতি তার লক্ষ্য।