অমূলপ্রত্যক্ষ

  • Writer: Rahul Bose
  • Category: Poetry
  • Published on: Monday, Apr 8, 2024

মধ্যরাতের পাগলামি ,

আলোর খুঁটিতে হলুদ রঙের ঝক ঝকানি

পোড়া সিগারেটে পুড়ছে এ পৃথিবী

অলিতে গলিতে হাওয়া ছোটাচ্ছে ইঞ্জিন

দাউ দাউ করে জ্বলছে জীবনের আমদানি

নৈঃশব্দ বাড়ছে , বেড়ালেরা পড়ে থাকা

                   জঞ্জাল এর খাবার কাড়ছে

এইটুকুই আগে পাঠক খাক, না কী বলি?


ওঁ! হ্যাঁ, আমি সেফেনি

আদতে বড্ড জেদি,কিন্তু খোশ মেজাজি

মনে হতেই পারে এটা আমার গল্প, 

বাকিটা যেতে যেতেই শুনি

মধুচন্দ্রিমার মধু আষ্ঠে প্রিষ্ঠে শরীরে জমছে

নীল ঘোড়ার যাদু মুগ্ধ করছে বুলি আওড়াতে

মনে হতে পারে এসবই কল্পিত ,মিল নেই কোনো বাস্তবের,

বলি কি এটা ধাঁধাঁয় মোড়া , উত্তর খুঁজতে হবে পাঠকদের।


বয়স সতেরোর সেফেনি এখন সাবালিকার পথে

শারীরিক আকৃতি বাড়ছে, এই নিয়ে ভারী চিন্তিত সে,

মোদ্দাকথা, নীল ঘোড়া যদি আর না আসে

ওই নুতন পৃথিবীর মানচিত্র না আঁকে

এত দিনের সাজানো নীল স্বপ্ন,

         যদি লৌহ তির ভেঙে দিয়ে রক্ত বওয়ায়,

নীল ঘোড়া আমার শরীরকে ছুঁতে ভয় পায়,

তো এ সাবালিকার যৌবন এই লেখার মতোই

                                           শূন্য থেকে যায় ।


দোয়াতের কালি পোড়া ডিজেলের মতো আঠালো মনে হয়

সেফেনির লেখায় নাকি সমাজ আসে না,

                             কোঁকড়ানো কাগজ ওর ছিঁড়তে মানা।

তাই কেরোসিন ঢেলে পোড়াচ্ছে ওর শিল্প চেতনা

আর ওহ্যাঁ!আমি মজোনি, আমি দামিনী, আমিই সোফিয়া।

এ কাব্যিক লাইন হবে , জাহান্নাম প্রস্ফুটিত

না হয় হবে........!!!

(আলজেন্দ্রিয়া নামক বয়স কুড়ির মেয়ের প্রসব বেদনার অবসান 

ঘটল ,ও সেফেনি এ পৃথিবীর রঙিন আলো দেখার জন্য প্রস্তুত)



 

অমূলপ্রত্যক্ষ || Rahul Bose


তিনি মূলত একজন ২৬ বছর বয়সী অভিনেতা। তিনি রবীন্দ্র ভারতী উনিভার্সিটি থেকে নাটক ও অভিনয় বিষয়ের উপর স্নাতকোত্তর করেছেন।তিনি মানুষের বাস্তবিক জীবন নিয়ে লিখতে ভালোবাসেন। লেখা-লেখি করা এখন তার অন্যরকম নেশা হয়ে উঠেছে।মানুষের জীবনের সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনা তাকে সব সময় উৎসাহিত করে লিখতে।