তুমি পারো
তুমি মুক্ত তুমি শীতল
তুমি দ্রুতগামী তুমি শক্তিশালী
তুমি প্রতিনিয়ত নিজেকে আরও মজবুত করে
দুর্বল তুমিকে হারাতে জানো
তুমি সব পারো।
তুমি পাখির মতো মুক্ত
তুমি উড়তে থাকো
আকাশের শেষ সীমাও তোমায় আটকাতে পারবে না।
তুমি জলের মতো শীতল
তুমি ধীর পায়ে এগোতে থাকো
কোনো ঢেউ তোমায় ভাসাতে পারবে না।
তুৃমি চিতার মতো দ্রুতগামী
তুমি স্বপ্ন ও সফলতার পিছে ছুটতে থাকো
কোনো বাধাঁ তোমায় ছুঁতে পারবে না।
তুমি বাঘের মতো শক্তিশালী
তুমি ঢাল হয়ে নিজ সিদ্ধান্তে দৃঢ় থাকো
কোনো ধাক্কা তোমায় হেলাতে পারবে না।
তুমি মুক্ত তুমি শীতল
তুমি দ্রুতগামী তুমি শক্তিশালী
তুমি প্রতিনিয়ত নিজেকে আরও মজবুত করে
দুর্বল তুমিকে হারাতে জানো
তুমি সব পারো।
"তুমি পারো" || Marjia Tasmin
তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে IER বিভাগে অধ্যায়নরত একজন শিক্ষার্থী। তাহার জীবনে বই পড়ার শুরু ছোটবেলা থেকেই। বাসায় আমার বাবা-কাকা সবার বই পড়া দেখেই তিনি অনুপ্রেরণা পান। ছোট-গল্প, কবিতা, উপন্যাস, নাটক ইত্যাদি পড়তে তিনি বেশি পছন্দ করেন। নতুন নতুন বই সংগ্রহ এখন তার অন্যতম শখ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে তিনি বই পড়ার পাশাপাশি টুকটাক লেখা-লেখিতে মনঃসংযোগ করছেন। এছাড়াও তিনি প্রচুর ভ্রমণ প্রিপাসু মানুষ। প্রতিনিয়ত স্বপ্ন দেখেন বিশ্ব জয় করার।