বই রিভিউ: পিউরিফিকেশন অফ দ্যা হার্ট
বইঃ পিউরিফিকেশন অব দ্যা হার্ট
মূল লেখকঃ হামজা ইউসুফ
অনুবাদকঃ ফুয়াদ আল আজাদ
বই সংক্ষেপঃ
বইটি মূলত একটি কবিতার ওপর ভিত্তি করে রচিত হয়েছে। যার নাম 'হৃদয়ের পরিশুদ্ধি'। মোট ৪০টি অধ্যায়ে সাজানো হয়েছে বইটি। এবং প্রতিটি অধ্যায়ের শুরুতে স্থান পেয়েছে ইমাম মাউলুদ (রাঃ) এর কবিতা।
বই পর্যালোচনাঃ
ইসলামি শাস্ত্রে হৃদয় (আত্মা) হলো একটি শরীরের কেন্দ্র। আর শরীর তো শুধু খোলস মাত্র, যা আত্মা ছাড়া প্রাণহীন লাশ। অথচ সেই শারীরিক সৌন্দর্য বৃদ্ধির জন্য বা ধরে রাখার জন্য আমরা যতটা চিন্তিত, আত্মার সৌন্দর্য বৃদ্ধি নিয়ে ততটা চিন্তিত না। সৌন্দর্য যদি বৃদ্ধি করতেই হয় আগে আত্মার সৌন্দর্য বৃদ্ধি করা উচিত। আর সেই আত্মার সৌন্দর্য বৃদ্ধি বা ধরে রাখার উপায় নিয়েই রচিত হয়েছে বইটি।
বইটিকে মূলত দুই অংশে ভাগ করা হয়েছে। একটি অংশ তাত্ত্বিক, অপর হলো ব্যবহারিক। তাত্ত্বিক অংশে রোগ সমূহের সংজ্ঞা, উপসর্গ ও কারণ নিয়ে আলোচনা করা হয়েছে। আর ব্যবহারিক অংশে রোগ গুলো থেকে মুক্তিলাভের পথ বাতলে দেওয়া হয়েছে। এমন কিছু রোগ যা না চাইলেও অতি সহজে মানব হৃদয়ে স্থান করে নেয়। যেমন হিংসা, ঘৃণা, অহংকার, পরশ্রীকাতরতা, রিয়া, শঠতা, কৃপণতা পার্থিবতার মোহ যা কম বেশি সবার হৃদয়েই স্থান করে নেয়। লেখক একে একে সবগুলো রোগ চিহ্নিত করেছেন, রোগের কারন উদঘাটন করেছেন। এবং এর ক্ষতিকর দিকগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। প্রতিটি হৃদয় মূলত প্রশান্তির অনুসন্ধান করে। অথচ এসব রোগে আক্রান্ত ব্যক্তিরা থাকে দোদুল্যমান অবস্থায়। সেই অবস্থা থেকে মুক্তিলাভের পথও খুঁজে দিয়েছেন লেখক। কিভাবে উদারতা, মমতা, দানশীলতা এবং আধ্যাত্মিকতার চর্চার মাধ্যমে এই রোগগুলোর প্রাদুর্ভাব থেকে মুক্ত রাখা যায় তা আলোচনা করা হয়েছে। হৃদয়ের পরিশুদ্ধি মূলত একটি দীর্ঘ প্রক্রিয়া। এসব রোগ থেকে পরিপূর্ণ মুক্তিলাভ কখনো সম্ভব নয়। কারণ, এটি একটি চলমান প্রক্রিয়া।
প্রতিটি মানুষ কিছু মানবিক দুর্বলতা নিয়েই জন্মগ্রহণ করে। যারা সেসব মানবিক দুর্বলতার দাসত্ব করে, তারা অন্তরের সৌন্দর্য হারিয়ে ফেলে। আর যারা মানবিক দুর্বলতাকে জয় করতে পারে, তারাই হয়ে ওঠে প্রকৃত সুন্দর মানুষ। মানবজাতির জন্য পরকালীন জীবনের যে সাফল্য, তা হৃদয়ের পবিত্রার ওপরই নির্ভর করে। বিশ্বাসী ও সচেতন মানুষ মাত্রই স্থায়ী সৌন্দর্যের প্রতি মনোযোগী হবে। আর স্থায়ী সৌন্দর্য হচ্ছে অন্তরের সৌন্দর্য। যার অন্তর সুন্দর সে দুনিয়া ও আখিরাত দোজাহানেই সম্মানিত হবে। লেখক এই বিষয়গুলোই খুব পরিচ্ছন্ন ও সহজ-সরল ভাবে ফুটিয়ে তুলেছেন বইটিতে।
বইটি যে কারনে পড়া উচিতঃ
পুঁজিবাদি মানসিকতার যাঁতাকলে পড়ে আমরা ভুলেই গেছি সুখের সম্পর্ক মনের সাথে; প্রাচুর্যের সাথে নয়। ভোগের মরীচিকায় অচল হয়ে গেছে আমাদের মন, যার পিউরিফেকেশন অপরিহার্য। আর এক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে পারে এই বইটি। যারা হতাশা, ক্লান্তি, বিশৃঙ্খল জীবন ও ভবঘুরে মন নিয়ে চিন্তিত, তাদের জন্য বইটি হৃদয় বিশুদ্ধকরণ ট্যাবলেট হিসেবে ভূমিকা রাখবে।
ভালো লাগার দিকগুলোঃ
অশুদ্ধ আত্মাকে বিশুদ্ধ করার নিমিত্তে বইটির নামকরণে ছিলো চমকপ্রদ। যার স্বার্থকতা বইটি পড়লেই অনুধাবন করা যায়। আর বইটির প্রচ্ছদ ছিলো নামকরণের মতোই নজরকাড়া, এক কথায় অসাধারণ। প্রতিটি অধ্যায় সাজানো হয়েছে পবিত্র কোরআনের বাণী আর নবীজী (সাঃ) এর মুখ নিঃসৃত অসংখ্য হাদীসের সমন্বয়ে। যা বইটির মাহাত্ম্যকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ।
পাঠ প্রতিক্রিয়াঃ
মিরর পাবলিকেশন্সের প্রথম উপহার হিসেবে বইটি শুরু থেকেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলো। বইটি পড়ে অনেক অজানা বিষয় জানতে পেরেছি। অনুধাবন করেছি নিজেকে, নির্ধারণ করেছি নিজের ভুল ভ্রান্তিগুলো। এবং পরিশেষে আত্মাকে পরিশুদ্ধ করার অনেক উপায় জানতে পেরেছি। সর্বোপরি, আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। সমস্ত জঞ্জাল থেকে মনকে নতুন করে পিউরিফাইড করার অসাধারণ একটি বই এটি।
বই রিভিউ: পিউরিফিকেশন অব দ্যা হার্ট || আবু তালহা