শূন্য

  • লেখক: আমানুর রহমান
  • Category: কবিতা
  • Published on: Monday, Apr 8, 2024

আমি একটি সংখ্যা

দেখতে গোলাকার 

শতক,হাজার,লক্ষ,কোটি 

আমায় ছাড়া নেই কোনো গতি।


তবওু আমার অবহেলা

সমাজে -পরিবারে ,

পরীক্ষার খাতায় আমায় দেখে

লজ্জায় সবাই কাঁদে।


একা একা থাকলে আমি

নাই কোনো মান

সংখ্যা সাথে থাকলে আমি

বাড়াই তার মান।


আমার পরে

সকল সংখ্যার স্থান

সংখ্যাজগৎ আমার জন্য

করে আধিপত্য বিস্তার।


পয়সা গোল,সূর্য গোল 

বিশ্বজগও গোল 

গোলাকার হয়েও আমার

নাই কোনো কূল।


অনেক সংখ্যা আমার জন্য

হয় পরিপূর্ণ

সংখ্যাকে পূর্ণ করলেও

নাম আমার শূন্য।



শূন্য || আমানুর  রহমান


আমি একজন ছাত্র। আমি হাবিবউল্লাহ বাহার ইউনিভার্সিটি থেকে ফিনান্স এন্ড ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর করছি। আমি বই পড়তে খুব পছন্দ করি। বইয়ের সাথে রয়েছে আমার এক নিবিড় সম্পর্ক। এছাড়াও মুভি দেখতেও আমার খুব ভালো লাগে। অবসর সময়ে আমি কবিতা, ছোট গল্প লিখি এবং বুক রিভিউ-মুভি রিভিউ করে থাকি। ঘুরাঘুরি করতে এবং বাস্তবিক ছবি ফ্রেম বন্ধি করতেও খুব ভালো লাগে।