এক আকাশ

  • কলমে: অপূর্ব চক্রবর্তী
  • Category: কবিতা
  • Published on: Sunday, Feb 25, 2024

এক আকাশ ক্যানভাস যদি পাই,

        যত দামই হোক আমি চাই।

সেই ক্যানভাসে তুলি হবে ওই রামধনুর ঝর্ণাধারা,

যে সূর্যের সাত রং মেখে দেবে আকাশের গায়ে।

জীবনের চড়াই উতরাই হবে যে স্থাবর জঙ্গম

                     আর  পাহাড়ের দৃশ্য পট যতো।


বয়ে যাবে সুনীল সাগর পাহাড়ের মাঝে

ঝরনা পড়বে ঝড়ে  জীবনের কলতান বয়ে।

সেই চিত্রপটে সব না জানা পাখিরা যাবে উড়ে

ডানা মেলে কলতান তুলে প্রাণের বারতা গেয়ে।

নদীরা ছুটবে সব দিশাহীন দিশার নেশায়

                                    কোথায় কে জানে?


আকাশের তারারা জ্বলবে সব,

আশার প্রদীপ জ্বেলে টিপ টিপ করে।

আর চাঁদের জোছনা ভরাবে ভালোবাসায় পৃথিবীর বুক 

  দোলাবে নদীর জল জোয়ার ভাঁটায়।

এক আকাশ ক্যানভাস যদি পাই,

        যত দামই হোক আমি চাই।



এক আকাশ || অপূর্ব চক্রবর্তী


মূলত একজন ছাত্র। পড়াশুনার পাশাপাশি বই পড়তে ভালো লাগে। বইয়ের প্রতি এবং জীবনানন্দ দাশের কবিতার প্রতি ভালোলাগা-ভালোবাসা থেকেই অতি নগণ্য এই লিখা। আশা করি সবাই আরো উৎসাহ দিবেন। আপনাদের উৎসাহই আমার অনুপ্রেরণা যোগাবে।