দুঃসময়ে বন্ধুর হাত বাড়িয়ে দেওয়া

  • Author: Odeteyo Nibir
  • Category: Short story
  • Published on: Thursday, Aug 12, 2021

Winner of the week based on Popular Vote (12th August 2021)

 

সালটা ২০১২, জেএসসি পরীক্ষার প্রথম দিন। মনের ভুলে প্রবেশপত্র বাসায় রেখেই আমি পরীক্ষা দিতে চলে যাই। প্রবেশপত্র না আনায় শিক্ষকরা আমাকে পরীক্ষা হলে ঢুকতে দিচ্ছিল না। কি করব বুঝতে না পেরে আমি বিদ্যালয়ের এদিক-সেদিক ছুটাছুটি করছিলাম।

 

হঠাৎ বারান্দায় দেখা হয়ে গেল বন্ধু আলী মাহমুদ-এর সাথে। মাহমুদ বলল, "নিবিড়, কিছুক্ষণ পর তো পরীক্ষা শুরু, তুমি এখনো বাইরে কি করছো?" আমি বললাম, "প্রবেশপত্র আনি নি, তাই শিক্ষকরা আমাকে পরীক্ষা হলে ঢুকতে দিচ্ছে না।" কিছুক্ষণ ভেবেচিন্তে মাহমুদ নিজের

 

সাইকেলের চাবি আমাকে দিয়ে বলল, "তুমি দ্রুত সাইকেল চালিয়ে বাসায় যাও এবং প্রবেশপত্র নিয়ে আসো।" সাথে সাথে আমি সাইকেলের চাবিটা নিয়ে নিলাম এবং দ্রুত সাইকেল চালিয়ে বাসা থেকে প্রবেশপত্র নিয়ে পরীক্ষা হলে ফিরে আসলাম। যদিও ততক্ষণে পরীক্ষার ১৫/২০ মিনিট পার হয়ে গেছে, কিন্তু প্রশ্ন সহজ থাকায় শেষ সময়ের আগেই সব প্রশ্নের উত্তর লিখতে পেরেছি। পরীক্ষা শেষে মাহমুদকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করি।

 

আলী মাহমুদে র সাথে আমার পরিচয় ক্লাস ৩/৪ থেকে, কিন্তু কখনোই সেরকম বন্ধুত্ব ছিল না। দেখা হলে দু-একটা কথা বলে বিদায় নিতাম। তবে সেই দিনের পর তার সাথে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে এবং সেই বন্ধুত্ব আজও টিকে আছে। বন্ধু মানে তো এরকমই যারা দুঃসময়ে হাত বাড়িয়ে দিবে।


দুঃসময়ে বন্ধুর হাত বাড়িয়ে দেওয়া || Odeteyo Nibir


Odeteyo Nibir is a student of BAF Shaheen College.