কারাগার
পরিচিতি:
বই:- কারাগার
লেখক:- তৌহিদ ইসলাম খান
জীবনানন্দের বিখ্যাত উক্তি, "সবাই কবি নয়, কেউ কেউ কবি".....জীবনানন্দের কথা মেনে নিয়েই ছাটাই বাছাই করে যাদেরকে কবির তালিকায় রাখি, তাদের মধ্যে এই পাপী বান্দা একজন! বাড্ডার দিনগুলোতে, এক দুপুরে আনোয়ার ভাইয়ের দোকানে চা পান করতে করতে বই প্রকাশ করার কথা ওঠে প্রথমে। তারপর দীর্ঘ, কখনোবা স্বল্প বিরতিতে, ঈমান-কুদ্দুস-জাহাঙ্গীর, কিংবা আরো আরো চায়ের দোকানে বসে চা উড়িয়ে, বা বাড্ডার গলি-উপগলি- তস্যগলির ধুলো উড়িয়ে বই নিয়ে অনেকই কথা হয়েছে। সেই বই প্রকাশ হলো ২০২৩ এ। ‘কারাগার', এ যেন এক অনুভূতির কারাগার। যারা এখনো কবিতা পছন্দ করেন, টুকটাক কবিতার বইতে উঁকি দেন, তারা বইটা কিনতে পারেন। প্রথম বই বলে মনে মনে একটু সন্দেহ আপনার থাকতেই পারে, কেমন না কেমন হবে.....আমার মাথার কাছে দুইটা জীবনানন্দের বই আছে, সেইদিকে তাকিয়েই বলছি, বইটার পৃষ্ঠা উল্টানোর পর আর সন্দেহ করার অবকাশ থাকবে না। বিশ্বাস রাখতে পারেন, অন্তত জীবনানন্দের কবিতার দিকে তাকিয়ে কবিতার বই নিয়ে কোনো হাঙ্কিপাঙ্কি নিশ্চয় বলবো না!
এই বইটির সাথে পথচলায় আপনাকে সঙ্গ দেবে একজন লেখকের নিত্যদিনের চিন্তা ভাবনা। এই কংক্রিটের শহরে পথচলার মাঝেও লেখকের সাথে আপনি হারিয়ে যেতে পারেন কল্পনার এক বৃষ্টিভেজা জ্যোৎস্না রাতে, ঘুঘুডাকা বিষণ্ণ দুপুরে, কিংবা নিতান্তই ডুব দিতে পারেন লেখকের মূর্ত আবার কখনো বা বিমূর্ত ভাবনার জগতে।
‘কারাগার’ বইটি সংগ্রহ করতে পারেন রকমারি থেকে।