মোবাইল রোগ
মন খারাপের ঔষধ নেই
আমার কোন অসুখ নেই
দিনের বেলায় কাজ নেই
রাতের বেলায় ঘুম নেই
পাশের জনের খোঁজ নেই
খাওয়ার সময় ক্ষুধা নেই
পড়তে বসার মন নেই
মোবাইল ছাড়া ভালো নেই
চোখের জ্যোতির শক্তি নেই
কারো কথার ভিত্তি নেই
মোবাইল ফোনের চার্জ নেই
মাথা এখন ঠিক নেই
খেলার মাঠে ধ্যান নেই
প্রতিবেশীর জ্ঞান নেই
শুক্রবারেও ছাড় নেই
সৌজন্যতার প্রয়োজন নেই
ডাক্তার বাবুর গুন নেই
থার্মোমিটার ভালো নেই
মাথায় কোন ঘেলু নেই
শান্ত হবার কারণ নেই
বিবেক বুদ্ধির কম নেই
ভবিষ্যতের ভাবনা নেই
বর্তমানে সময় নেই
মোবাইলে নেট নেই
এমন কথা শুনতে নেই
খাবারে কি আছে নেই
স্বাদের কোন বুঝ নেই
মায়ের অসুখ হতে নেই
বাবার দিকেও খেয়াল নেই
মাস্টার মশাইয়ের সাধ্য নেই
এসাইনমেন্টে ঘাপলা নেই
ক্লাসে এতো মন নেই
বন্ধু বান্ধবের প্রয়োজন নেই
আঠারোর পর বেল নেই
বুঝে তখন লাভ নেই।
মোবাইল রোগ || সুফিয়া ডেইজি
একজন ছাত্রী শখের বশে তার কবিতা লেখার যাত্রা শুরু। তিনি বর্তমান পেক্ষাপট নিয়ে কবিতা লিখতে বেশি পছন্দ করেন। এছাড়াও তিনি বই পড়তে, ভ্রমণ করতে ভালোবাসেন।