ক্লান্ত নিশি

  • লেখক: -অনয়া
  • Category: Poetry
  • Published on: Tuesday, Jan 30, 2024
 
দেখো না কেমন চাঁদ উঠেছে 
               খোলা জানালার 'পরে -
দুখিনী মায়ের সুর ভেসেছে
                ভাঙা দরজার ধারে ~
উত্তরে বায়ু, ঘরে ঢুকেছে 
                ফুরিয়ে যায় না বেশ~
উত্তল মোম ভেঙে পড়েছে 
                দেহতে লাগিয়ে ঠেশ!
 
শূন্য হাতে, শুকনো মুখে 
                 অর্ধ দুয়ারে চেয়ে -
শষ্য দানায় ছিন্ন দুখে;
                 অশ্রু পড়ছে বেয়ে!
জীর্ণ ব্যাথায় পলক চোখে 
                 কমছে তেলের শিশি~
জীবন মরণ  যুদ্ধ সুখে;
                 সে এক ক্লান্ত নিশি!!

 

~"ক্লান্ত নিশি"~ || -অনয়া (Tashfia Orni) 

একজন প্রতিভাবান ছাত্রী। পড়াশোনার পাশাপাশি লিখা-লিখি, অঙ্কন করতে তিনি খুবই পছন্দ করেন। তিনি নিয়মিত ছোট গল্প, কবিতা লিখে আমাদের উপহার দেন। তার লিখা কবিতার মধ্যে উল্লেখযোগ্য- প্রতিধ্বনি, একটা সময় ছিলো।