আরেক ফাল্গুন

  • Book Reviewer: মো:আনারুল ইসলাম রানা
  • Category: Book Review
  • Published on: Tuesday, Jan 30, 2024

পরিচিতি:

             বই- আরেক ফাল্গুন

             লেখক- জহির রায়হান

             প্রকাশনী- অনুপম প্রকাশনী


‘আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব!'

কী ভাবছেন, এটা কোনো রোমান্টিক গল্পের অংশ? নাহ! এটা জহির রায়হানের ভাষা আন্দোলনের ‘আরেক ফাল্গুন' উপন্যাসের অংশ।


বই পরিচিতি:

‘আরেক ফাল্গুন' জহির রায়হানের একটি শ্রেষ্ঠ উপন্যাস। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে এটি রচিত। উপন্যাসটিতে ভাষা আন্দোলনের ১৯৫৫ সালের দিকটি ফুটে উঠেছে। ছাত্র-জনতার মাঝে তখন চাপা উত্তেজনা ছিল, কারণ বাংলা রাষ্ট্রভাষা হিসেবে তখনও স্বীকৃতি পায়নি! মূল্যায়ন হয়নি সালাম-বরকতদের আত্মত্যাগ; বরং বৃদ্ধি পেয়েছে পাকিস্তান সরকারের দমন-পীড়ন। স্বৈরাচারী শাসকরা মাটিতে মিশিয়ে দিয়েছে শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার! তখন স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। ভাষা আন্দোলন এর পেছনের সেই মানুষগুলো নিয়ে রচিত হয় ‘আরেক ফাল্গুন’।


কাহিনী সংক্ষেপ:

‘আরেক ফাল্গুন’ উপন্যাসটি সিপাহী বিদ্রোহের নির্মম স্মৃতিবিজড়িত ভিক্টোরিয়া পার্কের বর্ণনা দিয়ে সূচনা হয়। সেখানে দেখা যায়, সাদা শার্ট, সাদা প্যান্ট পরিহিত খালি পায়ে একটি ছেলে হেঁটে যাচ্ছে। এই ছেলেটিই উপন্যাসের নায়ক, মুনিম। মুনিম বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা। এছাড়াও সালমা, রেনু, বানু, ডলি, নিলা, আসাদ, কবি রসূল প্রমুখদের দেখা মিলবে উপন্যাসটিতে। তারা সকলেই শিক্ষার্থী। ভাষা শহীদদের সম্মান জানানো আর রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে তাদের আন্দোলন।তিন দিন খালি পায়ে চলা, শহীদদের স্মরণে রোজা রাখা, কালো ব্যাজ ধারণের মাধ্যমে এগিয়ে যেতে থাকে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি। কিন্তু স্বৈরাচারী শাসকরা শহীদ দিবস পালন করতে দিবে না, আর সেই লক্ষ্যে সব ধরনের মিটিং-মিছিল, সভা বেআইনি ঘোষণা করা হয়েছে; নিষিদ্ধ ঘোষিত হয়েছে রাজপথের স্লোগান।কিন্তু অদম্য ছাত্রসমাজ কী থেমে যাবে? না, বাংলার দামাল ছেলেরা থেমে যাওয়ার নয়। ২১শে ফেব্রুয়ারির আগের রাতে মেডিকেল হোস্টেল, মুসলিম হল, চামেলি হাউজ, ইডেন হোস্টেল, ফজলুল হক হলের ছাত্র-ছাত্রীরা অতন্দ্র প্রহরীর মতো সারারাত জেগে রইল। কেউ কেউ জটলা বেঁধে গান ধরল: ‘ভুলব না, ভুলব না, একুশে ফেব্রুয়ারি।' স্লোগানে স্লোগানে মুখরিত হলো চারদিক। স্বৈরাচারী শাসকের কানে স্লোগানগুলো তীরের ফলার মতো বিঁধলো। রাতেই মেডিকেল কলেজের হোস্টেলে আক্রমণ করে পুলিশ, গ্রেফতার করা হয় অনেককে। ২১শে ফেব্রুয়ারি সকালবেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শত শত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় চত্বরে জমায়েত হতে লাগলো। উত্তোলন করা হলো কালো পতাকা, কিন্তু সেখানেও পুলিশের বর্বর হামলা, আবার গ্রেফতার...প্রিজন ভ্যানে উঠেও ক্ষুব্ধ কিন্তু উদ্যমী সেই শিক্ষার্থীদের শ্লোগান: ‘বরকতদের খুন ভুলবো না, শহীদদের খুন ভুলবো না, শহীদ স্মৃতি অমর হোক!'শিক্ষার্থীরাদের সংখ্যা দেখে আর নাম ডাকতে ডাকতে যখন ডেপুটি জেলার বিরক্ত হয়ে উঠেছিলেন, তখন এক শিক্ষার্থী বলেছিল, ‘এতেই ঘাবড়ে গেলেন, আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব!'


পাঠ প্রতিক্রিয়া:

এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে, উপন্যাসটি পড়ে মুগ্ধ হয়নি। ‘আরেক ফাল্গুন' উপন্যাসটি পড়ে অনেক কেঁদেছি। অনেকগুলো চরিত্রের সংমিশ্রণ উপন্যাসটিকে প্রাণবন্তর করেছে। লেখক জহির রায়হান অত্যন্ত দক্ষতার সাথে উপন্যাসটিতে প্রেম, ভালোবাসা, আবেগ, কপটতা, প্রিয়জন হারানোর বেদনা খন্ডচিত্রে উপস্থাপন করেছেন। মুনিম-ডলির খুনসুটি প্রেম হৃদয়ে দোলা দেয়। উপন্যাসটি পড়লে তৎকালীন ছাত্র রাজনীতি আর বর্তমান ছাত্র রাজনীতির তফাতটাও চোখে পড়বে। বইটি পড়ে না থাকলে, পড়ার অনুরোধ রইলো।

___✍



আরেক ফাল্গুন || মোঃ আনারুল ইসলাম রানা


ছোট বেলা থেকেই তিনি কবিতা, ছোটগল্প, সাহিত্য, উপন্যাসের খুবই অনুরাগী ছিলেন। অবসর সময় তিনি বইয়ের মধ্যে নিজেকে উৎসর্গ করে কাটিয়ে দেন। তিনি একজন কারমাইকেল কলেজ, রংপুর মাস্টার্স ২০২৪ বর্ষের শিক্ষার্থী।