মা বাবার মূল্য

  • লেখক: Tamal Krishna Mridha
  • Category: Poetry
  • Published on: Tuesday, Jan 30, 2024

এই দুনিয়ার তরে আসিতে ছিল যাদের অবদান,

সবার উপরে আছেন তারা, তারা মোর ভগবান।

জন্মের পরে দেখি নি তো আমি ঈশ্বর, প্রভু কভু;

মা-বাবার মাঝে খুঁজিয়া পেয়েছি জগদ্বিশ্বর তবু।


এসেছি যখন দুনিয়ার তরে নব অতিথির বেশে;

তখন শুধু মা বাবাই মোরে কোলে তুলে নিলো হেসে।

আসিয়া ভবে, ছিলাম প্রথমে এতই যে অসহায়;

মা বাবার স্নেহ- পরশের তরে বাঁচিয়া ছিলাম তায়।


শত জনমের তপস্যা দ্বারা যায় না শোধা এ ঋণ;

মা বাবার প্রতি সন্তানের এ ঋণ বেড়ে যায় দিন দিন।

সারাটি জীবন ত্যাগ করে তবু ফুরাবে না কোনোদিন;

মা বাবার কাছে জমিয়া রয়েছে সন্তানের চির ঋণ।


মায়ের দুগ্ধ, বাবার রক্ত পান করে উঠি বেড়ে;

তবুও আজ স্বার্থের বশে তাদের দেই না ছেড়ে।

তাদের কষ্ট- পরিশ্রমের বুকে ভর করে চলি;

তবুও তাদের ক্রোধের বশেতে কত বাজে কথা বলি।


হবে কি না এই পাপের ক্ষমা যতই চেষ্টা করি?

কোনো ফল তাতে নাহি হবে যদি নামাজ- রোজাও পড়ি।

মায়ের কষ্টে যায় যে খোদার দরবারও হায় নড়ে;

মা বাবার মনে কষ্ট দিলে, ফেরত পাবে তা পরে।


মা বাবার ঋণ আজ ভুলে গিয়ে করো তাদের অবহেলা!

এটুকু ভেবো তোমারও আসিবে প্রবীণত্বের বেলা।

তখন তোমার অনুতাপে ভুগে আত্মা যাবে যে মরে;

অতীতের ভুল ভাঙিলেও হায় সময় পাবে না ফিরে।


জীবনে তোমার বিপদ সময়ে কেউ না থাকিলে কাছে;

জেনে রেখো এই মা বাবাই আজ তোমার পাশেতে আছে।

মা বাবা থাকিতে যে ছেলে মূল্য দেই নি তো কোনোদিন;

তাদের হারিয়ে এ জগতে ঐ পাপিষ্ঠই নিচু দ্বীন।




মা বাবার মূল্য || Tamal Krishna Mridha


তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করছেন। পড়াশুনার পাশাপাশি তিনি ছবি অঙ্কন করতে, বই পড়তে, কবিতা লিখতে পছন্দ করেন।