বাবার লেখা শেষ চিঠি

  • লেখক: তামিম শাহরিয়ার তাজ
  • Category: Poetry
  • Published on: Tuesday, Jan 30, 2024
আছি আমি বাবার ঘরে একা একা বসে,
দেয়ালে থাকা চুনগুলো পরছে খসে খসে।
ঘরের কোনে পেলাম আমি একখানা চিঠি,
উপর থেকে সরালাম চাপা থাকা লাঠি।

খাম খুলে লাগিলাম আমি পড়তে,
আখি থেকে অশ্রু লাগলো গড়াতে।
লেখা আছে, যতক্ষণ চলিবে তোমার শ্বাস,
যতক্ষণ করিতেছ তুমি এ দুনিয়ায় বাস,
ততক্ষণ করিও তুমি পূর্ণের চাষ ,
সেই সাথে করিও তুমি পাপনাশ।

মনে রেখ, যদি লক্ষ থাকে সৎ,
সামনে খুজে পাইবে তুমি হাজারটিও পথ।
তোমার নেইকো কোন ভয়,
যদি আল্লাহ থাকে সহায়।

যদি ইচ্ছা থাকে পিপীলিকার সমান,
সফল হলে পাইবে তুমি পাহাড় সমান সম্মান।
আজ হয়ত নেই আমি আর এদুনিয়ায়,
মেনে চলো এ কথাগুলো শুধু এটুকু আমি চায়।

ইতি তোমার বাবা,
পড়া মাত্র চিঠিটি হৃদয়ে পড়ল থাবা।
পণ করেছি আজ থেকে মেনে চলব এই কথা,
লাগুক আমার রবের তৈরি শরীরে যত ব্যাথা।
 


বাবার লেখা শেষ চিঠি || তামিম শাহরিয়ার তাজ 

খুলনা পাবলিক কলেজে অধ্যয়নরত ৮ম শ্রেণীর একজন ছাত্র। পরিবারের সাথে খুলনা শহরে থাকে। পড়াশুনার পাশাপাশি ছবি আঁকা, লেখালেখি, বই পড়তে ভালোবাসে।