পদ্মা সেতু

  • Poet: MD. Rafsan Rahman
  • Category: Poetry
  • Published on: Sunday, Aug 8, 2021
পদ্মা সেতু

পদ্মা নদীর দৈর্ঘ্য অনেক

স্রোতের টানও বেশি

এই নদীটা দেশের সম্পদ

হাজারো জেলের হাসি

 

পদ্মা নদী খরস্রোতা

সেতু নির্মাণ কঠিন

তবুও সেখানে সেতু হবে

স্বপ্ন হবেনা বিলীন

 

ঋণ দিবেনা বিশ্ব ব‍্যাংক

দুর্নীতির বাহানা দিয়ে

ঋণ নিবোনা সেতু গড়বো

নিজের অর্থ দিয়ে

 

শুরু হয়েছে পিলার বসানো

শ্রমিক ভাইদের শ্রমে

স্বপ্নের সেই সেতুর কাজ

হচ্ছে ক্রমে ক্রমে

 

সেতু বানাতে লাগবে নাকি

কাটা মানুষের মাথা

শিক্ষিত জনগণ কখনোই মানবেনা

এমন আজব কথা

 

পদ্মা সেতু আমাদের আশা

আমাদের অঙ্গীকার

এই সেতুতে সবার আছে

সমান অধিকার

 

চলবে গাড়ি চলবে ট্রেন

সেতুর উপর দিয়ে

দেখবো আমরা দেখবে বিশ্ব

আপন চোখ দিয়ে

 

পিলার বসানো শেষ হয়েছে

কাজও প্রায় শেষ

পদ্মা সেতু নিয়ে গর্ব

করবে বাংলাদেশ

 

পদ্মা সেতু || মোঃ রাফসান রহমান


মোঃ রাফসান রহমান রাজশাহীতে থাকেন। তিনি ১০ম শ্রেণীতে পড়েন। তিনি কবিতা লিখতে এবং কবিতা পড়তে ভালোবাসেন।