শ্রেণীশিক্ষক

  • Poet: Mst. Nafia Akter
  • Category: Poetry
  • Published on: Sunday, Aug 8, 2021

শ্রেণি নিয়ে ছিল আমার কতো আশা!

শ্রেণি শিক্ষককে দেখে আমার হারিয়ে গেলো সব ভাষা।

 

শিক্ষকটি ছিলো সে মিলন স্যার

জ্ঞান সে দিত শুধু বার বার,

জ্ঞান দিতে শুরু করলে থামতো না তো আর!

 

সে ছিল কিপটে 

আর আকারে ছিল বেটে।

ভালো কিছু করতে গেলে,

দিতো সব কিছু ঘেটে।

 

ক্লাসে ঢুকেই সে বন্ধ করে দিতো ফ্যান

তারপরে শুরু হতো তার অসহ্যকর ঘ্যানঘ্যান।

 

নিজের প্রশংসায় সারাদিন ব্যস্ত থাকতো সে,

অন্যের কথা ভাবার সময়ও ছিল না তার যে।

 

পড়াতো সে বাংলা,কিন্তু বলতো শুধু English,

সে ছিল বাণিজ্যের শিক্ষক আর মস্ত বড় Foolish.

 

তার দেয়া পড়া মুখস্ত করতে হতো প্রতিদিন,

না পারলে বলতো তুমি আসবেনা আগামীদিন।

 

সে আমাদের ডাকতো শুধু মা ও মণি,

সে ছিল মস্ত বড় এক মেলছের খনি।

 

সে স্যার বেঁচে থাকুক যুগ জনম ধরে,

আমাদের আশা পুর্ণ হোক তাহার কৃপা ভরে।



শ্রেণিশিক্ষক || Mst. Nafia Akter


Mst. Nafia Akter is a student of class 6 from Chuadanga Govt. Girl's High School.