কাইজার রিভিউ

  • Nazmin Nishu
  • Category: Review (Web Series)
  • Published on: Thursday, Jul 28, 2022

কলকাতায় ডিটেকটিভ সিরিজের অভাব নেই এবং সেগুলো অনেক প্রশংসাও পেয়েছে। সেই তুলনায় আমাদের এখানে একদমই ডিটেকটিভ সিরিজ নেই। এর আগে মুন্সিগিরি ওয়েব ফিল্মে ডিটেকটিভকে দেখেছিলাম কিন্তু সেইটা তেমন ইম্প্যাক্ট ফেলেনি। তবে এবার ডিটেকটিভ কাইজার বেশ ভালো ভাবেই ইম্প্যাক্ট ফেলেছে এবং এই জনরা নিয়ে আশাবাদীও।

 

তানিম নূরের তৃতীয় ওয়েব সিরিজ। মানি হানি এবং কন্ট্রাক্ট এর পর ডিটেকটিভ ক্রাইম থ্রিলার কাইজার নিয়ে এই ঈদে হাজির হয়েছিলেন তিনি। তবে ক্রাইম থ্রিলারের জায়গায় আমি ফ্যামিলি ড্রামাও জুড়ে দিব। একটা সময় যেয়ে ফ্যামিলি ড্রামা ফিলও পেয়েছি বিষয় টা খারাপ লাগেনি বরং বেশ উপভোগ করেছি। আমারা বাহিরের দেশে ডিটেকটিভদের যেমন দেখি এই সিরিজে ডিটেকটিভ কাইজার তেমন ছিল না। ছিল একজন গেইম এডিক্ট, ছন্নছাড়া তবে কাজের ক্ষেত্রে এই ব্যাপার গুলো প্রভাব ফেলেনি।

 

সাধারণত সব ডিটেকটিভ থ্রিলার শুরু হয় একটা ক্রাইমের মধ্যে দিয়ে। তারপর সেই ক্রাইম কে কেন্দ্র করে একের পর এক চলে ইনভেস্টিগেশন। এই গল্পেও শুরুটা এমন ভাবে হয়েছে। ডাবল মার্ডার তারপর চলে ইনভেস্টিগেশন। অন্যান্য ওয়েব সিরিজে শুধু ইনভেস্টিগেশনই চলে কিন্তু এই ওয়েব সিরিজে তিন বন্ধু এবং এক বান্ধবীর জীবন কাহিনীও উঠে এসেছে বারবার। তাদের কাহিনী চলে আসলেও ইনভেস্টিগেশনে কোনো মনোযোগ হারিয়ে দেয়নি পরিচালক সাহেব। যাইহোক একটা ক্রাইমের পিছনে কতকিছুই না লুকিয়ে থাকে আর তা কি বের করতে পারবে ডিটেকটিভ কাইজার?

 

অনেকে অভিনয় করেছে। আর প্রত্যেকের অভিনয় আমার ভালো লেগেছে। বিশেষ করে কাইজার চরিত্রে আফরান নিশো তার সেরাটা দিয়েছেন। এই চরিত্রের জন্য তিনি ওজন পর্যন্ত বাড়িয়ে ছিলেন। অনেক দিন মনে থাকবে এই চরিত্র। ইয়াং জেনারেশনের ব্যারিস্টার গুলো হয় কুল। আর এই সিরিজে মুক্তার ব্যারিস্টার ছিলেন একদম কুল। এই চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। মোস্তাফিজুর নূর ইমরান, শতাব্দী ওয়াদুদ, দীপান্বিতা মার্টিনেজ, সুমন আনোয়ার, আয়েশা খান, ছোট মেয়েসহ আরও নাম না জানা সবাই খুব সুন্দর অভিনয় করেছে।

 

স্লো বার্ন থ্রিলার এই বিষয়টার সাথে আমাদের ইন্ড্রাস্টি তেমন পরিচিত নয় বা আমারও না তাই অনেকের কাছে স্লো লাগতে পারে। হ্যাঁ চাইলে আরও দুইটা এপিসোড কমানো যেতে ফ্যামিলি ড্রামা কম দেখিয়ে। সিনেমাটোগ্রাফি ভালো লেগেছে বেশ। ইন্ট্রো মিউজিক দারুণ। আর সংলাপ গুলো ছিল মারাত্মক। বই কিংবা অন্যান্য বিষয়ের রেফারেন্স গুলো দারুণ লেগেছে। এইতো!

কাইজার রিভিউ || Nazmin Nishu

 

Nazmin Nishu loves to write movie and TV series reviews!