মেহেদি পাতার আলপনা

  • কবিঃ মিফতাহুল আদন
  • Category: Poetry
  • Published on: Sunday, May 22, 2022

সাতসকালে চিলেকোঠায়

আলতা পায়ে দিচ্ছে উঁকি,

জানলাগুলি বন্ধ কেন 

দাও খুলে দাও সূর্যমুখী। 

 

জানলা ধারে দাঁড়িয়ে তুমি 

দেখছ আকাশ এ কোন সুখে

ভোরের আলো দিচ্ছে মায়া 

আঁকিবুঁকি তোমার মুখে 

 

তোমার কাছে লজ্জা পেয়ে 

মেঘগুলো আজ হঠাৎ উধাও  

প্রভাতবেলার চড়ুই - শালিক 

কোথায় গেল আমায় শুধাও 

 

গাছের পাতার প্রাণ ফিরেছে 

সবুজ নাকি রঙ বেগুনি

ডালে ডালে ফুলগুলো আজ 

গান ধরেছে তাল সেধেনি...  

 

লজ্জাবতী গাছটা যেন 

নুয়ে পরে তোমায় দেখে 

রবির কিরণ আলতো ছোঁয়া 

নিচ্ছ তোমার ত্বকটি মেখে... 

 

দিগ্বিদিকে তাকে নিয়েই

টুনি – টিয়ে খবর রটা 

আলতা মাখা নূপুর পায়ে 

ভেজা চুলে, আদর – ছটা 

লাল ফিতেটা অদৃশ্য আজ 

 

আঙুল তোমার হোক না কাঁচি 

কপাট খুলে বেরিয়ে এসো 

লাজুক মুখে, আমরা বাঁচি... 

ঠোঁটের কোণে মিষ্টি হাসি 

 

সাজছে আলো ঝিলমিলিয়ে 

সাজছে দিনের লুকোনো তারা  

সাজছে তপন, চাঁদকে নিয়ে... 

ফিরছে সেসব চড়ুই – শালিক  

 

নিয়ে তাদের বরণডালা 

নতুন ভাবে বরণ করে 

নিতে হবে, প্রদীপ জ্বালা। 

বরণডালার দুব্যোঘাস আর 

 

ধানের চারার সমাহারে 

একে একে বরণ করে 

আমার পালা এসে পড়ে।  

এবার হঠাৎ বৈপরীত্য 

 

লজ্জা পেল আমার পাখি 

মেহেদি পাতার আলপনাতে 

রঙের ছোঁয়ায় তোমায় আঁকি 

 

সিঁদুর রঙে রাঙাবো তোমায় 

ঠোঁটের কোণে লাজুক হাসি 

বাসছে ভালো প্রকৃতি আজ 

এ প্রেম যেন অবিনাশী...




মেহেদি পাতার আলপনা || মিফতাহুল আদন

মিফতাহুল আদন আইডিয়াল স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির একজন ছাত্র। ছোটবেলা থেকেই তার লেখার প্রতি ঝোঁক ছিল। তাই এর ধারাবাহিকতা ধরে রাখতে তিনি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করেন।