অনুভব

  • Poet: Farhan Sayed
  • Category: Poetry
  • Published on: Sunday, May 22, 2022

এখন যা বুঝার গিয়েছি পুরোপুরি বুঝে 

তোমার সবকিছুই একটি শীতল পরশের মতো যাতে চোখ আসে বুজে 

আমি এখন বুঝছি যা বুঝার 

তুমি তো নও কোনো অপিরিচিতা যার হাত কারন হবে না আমার চোখের  অশ্রু মুছার

এখন আমি আরও বুঝছি যে তোমাকে রাখতে হবে আরও দেখে 

দরকার হলে আরেকটু কঠোর হয়ে এবং আরেকটু রেগে 

আমি জানি আমি ছুটছি না কোনো ভুল বেগে 

তুমি আমার ভোরের আকাশ যার জন্য এ দু চোখে স্বপ্ন থাকে লেগে 

তোমাকে আমার রাখতে হবে দেখে 

এ পৃথিবিটা নয় তো এমন যে দেখা যায় চেখে 

তোমাকে আমার চাই তার জন্য যদি লাগে কবিতা লেখা রাত জেগে 

আমি তৈরি, বসে যাব সাথে সাথে অন্য সকল কাজ ফেলে 

তোমাকে আমার চাই তার জন্য যদি লাগে অপেক্ষা করা রোদ্দুজ্জল দুপুরে 

থাকব আমি বসে কল্পনায় , তোমার আশায়, তোমার ছবি আঁকব আমি হৃদয় মাঝারে 

তোমাকে আমার চাই তার জন্য যদি যদি দাঁড়ানো লাগে তুমুল তুফানে 

আমি থাকব কারন একদিন আমি তোমাকে দেখতে চাই আমার পাশে একই উঠোনে 

তোমাকে আমার চাই,এক মুহূর্তের জন্য যাকে পারি না ভুলতে 

কি করে তাকে দেখতে না চাই একদিন বাড়ির সামনের দোলনায় দুলতে?  

যেভাবেই হোক তোমাকে আমার চাই যার জন্য আমার হৃদয়ের পাখি গান গায় 

যার সাথে আমি বেড়ে  উঠতে চাই হাটি হাটি পায়ে 

তোমাকে আমার চাই যাকে না দেখলে আমার মন বৃষ্টিতে বর্ষে 

যাকে ছাড়া আমার জীবন ইলিশ ছাড়া সরষে 

তোমাকে আমার লাগবে 

জানি এটা শুনলে হয়ত তুমি রাগবে 

কিন্তু আমার মধ্য তেমন কিছুই নেই কেউ কিছুদিন থাকার পর ই হয়ত ভাগবে 

তারপর ও স্বার্থপর ইচ্ছা এই যে তুমি থাকবে 

এটা বলতে পারি যে যতবার ই তুমি আনমনে আমায়  ডাকবে,

তোমার জীবনের এই স্বার্থপর মানুষটি হাজির থাকবে 

যে সবসময় তার মনের জানালায় তোমাকে রানি হিসেবে রাখবে 

যে তোমার অপেক্ষায় রাত্রির পর রাত্রি জাগবে 

এখনও আমি কিছুই করি নি তোমার জন্য যে তুমি আমার এই স্বার্থপর ইচ্ছা পুরন করতে পারবে 

কিন্তু তোমার ভাগ্য খারাপ বলতেই হচ্ছে কারন এই বোকা অবুঝ ছেলেটি এত সহজে হাল না ছাড়বে 

তোমাকে আমার চাই 

আসল শান্তি সেদিন ই হবে যদি কোনদিন তোমাকে আসলেই পাই 

যারা কোনোকিছুতে লেগে থাকে আল্লাহ পাশে থাকে তাদের,সফল হয় তারাই 

সেই অনুযায়ী বিফল তো হওয়ার কথা না আমার থাকার কথা না তো কোনো ব্যর্থতার বালাই 

কিন্তু সমস্যা যে ওখানেই 

তোমাকে হারানোর ভয়ে নিজেকেই নিজে হারানোর স্বপ্ন পাই 

কিন্তু ভুল কি আমি কিছু করেছি তোমাকে চেয়ে?  

খুশি কি রাখতে পারবো না তোমাকে আমি? যদি যাই পেয়ে? 

কিন্তু সেটার যে ব্যবস্থাও যে  চিন্তা করেছি আমি? যেভাবে হোক তোমাকে দেব না কিছু বুঝতে ; আনন্দে রাখব সবসময় হয় কবিতা শুনিয়ে 

নাহয় একটু গান গেয়ে 

তুমি আমার জীবনে এক উজ্জ্বল তারা কিভাবে পারি এত সহজে তোমাকে দিতে  ছেড়ে?  

শুনুন রানি আমি আসি নি এত সহজে যেতে হেরে 

চাই না তো আর কিছু আমি 

যদি পাই তোমার সম্মতি যা হবে যেকনো কিছুর চেয়ে দামি 

একদিকে পৃথিবীর সকল কিছু দামি নামি 

আর আরেকদিকে তোমাকে ছাড়া না থাকতে পারা আমি

 


অনুভব || Farhan Sayed

Farhan Sayed likes to write poems.