ঐক্য
Winner of the week based on Editors' Choice (12th August 2021)
কে বলে নেই ঐক্য, আছে যে এই দেশেরই বুকে
সবচেয়ে বড় ঐক্য ওসব পতিতালয়ে-
নির্মূলে না আছে সরকার, বিরোধী দল,
ধর্মীয় গোষ্ঠী, সুশীল, বাম বা বহুজাতিক ইজম,
না আছে আপামর সাধারণ জনগণ,
নেই কারো কোন মাথাব্যথা, আন্দোলন;
একটা মানুষের সম্ভ্রম বেঁচায় নেই হাপিত্যেশ,
গাছ মাটি নদী বাতাস বিক্রি হয়ে যায়- যাবে,
রইবে না কারো কোন আক্ষেপ, বিদ্বেষ;
বিক্রি হয়ে যাবে দেশের সম্ভ্রম সার্বভৌমত্ব
আর সাথে যাবে জাতির সম্ভ্রম স্বাধীনতা,
তারপরও শুধুই না দেখার ভান আর নিশ্চুপতা,
কেউ কেউ করবে আবার উপভোগ পরম সুখে-
যেমনটা মেতে উঠে পতিতার শরীরে
বন্যপশুর মত খুবলে খুবলে খাওয়ার নিমিত্তে;
পতিতারা যেন মানুষ নয়, ওরা শুধুই পতিতা;
বারবার বিক্রি হওয়ার চেয়ে মৃত্যু শ্রেয়,
কিন্তু মৃত্যুর আগেই বহুবার মরে যায় ওরা,
শতশত নকল বিদঘুটে আজরাইল যমদূতকে
মানুষের রূপেই ওদের দেখে নেয়া সারা,
তবে ওদের উপর ভর করা মৃত্যুগুলো আসল;
মৃত্যু- এ যে তাদের একমাত্র অধিকার সম্বল
যা তারা সময়ের অনেক আগেই নেয় বুঝে,
একবার নয়, বারবার, প্রতিদিন ও প্রতিরাতে;
কে বলে নেই ঐক্য, আছে ওসব পতিতালয়ে!
ঐক্য ll পার্থ হাসনাত
কবিতা খুব একটা না বুঝলেও আবোলতাবোল লিখে কবিতা হিসেবে প্রতিষ্ঠিত করার একটা চেষ্টায় লিপ্ত থাকি, কবিতা ভালোবাসি, কবিতায় বাঁচি, যেন একদিন কবিতায়ই মরে যাই!