বন্ধু
আমি ছিলাম একা,
হঠাৎ কোথা থেকে আগমন
একদল বাঁদরের,
সেই থেকে দিল আমায় বদলে!
কারা তারা?
এসেছিল অচেনা মানুষ হয়ে,
আমার জীবনে এসে
তাদের নাম হলো বন্ধু।
বন্ধু জীবনে প্রবেশ করলে
নেমে আসে অন্ধকার,
কিন্তু তারা উপহার দেয়
আলোয় ভরা প্রতিটি শ্রেষ্ঠ মুহূর্ত,
কারণ তারা বন্ধু!
তারা নির্দ্বিধায় করে ফাজলামো,
চেয়ে বসে খাদ্য নামক ট্রিট!
পচাতে পারলে হয় খুশি।
অন্যকে পচাতে দেখলে হবে
রেগে এক ঝলক আগুন!
এভাবেই হাসিখুশি রাখা তাদের কাজ,
এরই নাম বন্ধুত্ব!
বন্ধুত্বের নেই কোনো বয়স,
হয়তো রয়েছে রাগ, অভিমান!
আর মনের পুরোটা জুড়েই ভালোবাসা,
তাই ভালোবেসে তাদের নাম দিয়েছি বন্ধু!
বন্ধু || Afrin Safura
Afrin Safura likes writing as well as photography.