Movie Review: No Escape

  • Reviewer: Sumi
  • Category: Movie Review
  • Published on: Saturday, Apr 23, 2022

Movie: No Escape (2015)


Genre: Thriller, Action

 

এক কথায় শ্বাসরুদ্ধকর একটা মুভি। যদি পুরো সময় স্ক্রিনে আটকে থাকতে চান তাহলে এই মুভিটি আপনার জন্য।শুরু থেকে শেষ পর্যন্ত একটুও বিরক্ত হইনি। স্টোরি খুব ফাস্ট ছিল। আর পুরো মুভি জুরেই সাসপেন্স এর কমতি নেই। সবসময় ভয় আর টেনশন কাজ করছিল। এক কথায় দারুণ একটা মুভি।

 

একজন বাবা তার পরিবারের জন্য কি কি করতে পারে এই মুভিতে দেখা গেছে। কিছু সিন অনেক কষ্টদায়ক ছিল আবার কিছু সিন এ চরম রাগান্বিত হতে হয়েছে। এটাকে সারভাইভাল মুভির কাতারেও ফেলা যায়। মুভির নামটাই এমন যে আপনি বাঁচতে পারবেন না। পদে পদে মৃত্যু ওঁৎ পেতে রয়েছে। বলতে গেলে আপনি অবস্থান করছেন একটা মৃত্যুপুরীতে। যেখান থেকে জান নিয়ে বেঁচে ফেরা শুধু কঠিনই না প্রায় অসম্ভব।

 

আমেরিকান একটা কোম্পানি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটা দেশের সাথে বিজনেসে চুক্তিবদ্ধ হয়।কিন্তু সেই দেশের জনগণ এর চরম বিরোধিতা করে। তারা তাদের সরকার প্রধানকেই মেরে ফেলে।দেশে দাঙ্গা আর গৃহযুদ্ধ শুরু হয়।ফরেন নাগরিক দেখামাত্রই তারা গুলি করে হত্যা করছে। এই সময়েই জ্যাক সেই কোম্পানির নিয়োগকর্তা হয়ে পরিবার নিয়ে সেখানে কাজ করতে এসেছে। তার অজান্তেই সে বিরাট সেই শকিং ঘটনার সম্মুখীন হয়। সে নিজের সাথে সাথে স্ত্রী আর ছোট দুই মেয়ের জীবনকেও হুমকির মুখে এনে দাঁড় করিয়েছে।

 

এই ভয়াবহ পরিস্থিতি থেকে কি জ্যাক তার পরিবারকে রক্ষা করতে পারবে নাকি বাকিসব ফরেন নাগরিকদের মত মর্মান্তিক হত্যার শিকার হয়?

 

মুভির মেইকিং আর স্ক্রিনপ্লে সুন্দর ছিল। সবার অভিনয় ভালো ছিল। কিছু কিছু সিন গায়ে কাঁটা দেওয়ার মত।বিশেষ করে ছাদ থেকে লাফানোর সময় মনে হচ্ছিলো আমিই লাফ দিতে যাচ্ছি

 

কম রানটাইম এর ভিতরে উপভোগ করার মত একটা মুভি। এই মুভিতে একটা ফ্যামিলির গুরুত্ব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।




Movie Review: No Escape || Sumi

Sumi is a housewife. She loves to write. Her hobby is taking attractive photos.