শীতের এক বেলা
Winner of the monthly event based on Popular Vote (28.03.22)
শীতের কুয়াশামাখা ভোরে
শান্ত নদীর পাশে
খালি পায়ে হাঁটছি আমি
শিশির ভেজা ঘাসে।
কুয়াশা গুলো বৃষ্টির ন্যায়
পড়ছে টুপটাপ
শরীর ছুঁতেই শিহরিত আমি
কাঁপছি চুপচাপ।
একটু দূরে তাকিয়ে দেখি
শিউলি গাছের ছায়
খুব আদরে ডাকছে আমায়
ফুল কুড়োতে আয়।
বিন্দু শিশিরে পা ভিজিয়ে
দৌড়ে ছুটে যাই
হিমেল হাওয়া লাগিয়ে গায়ে
গাছের নিচে ঠাঁই।
চোখ যে আমার আটকে গেল
শুভ্র শিউলি দেখে
আনন্দ ঘন সতেজ ধ্বনি
হৃদ স্পন্দন থেকে।
আলতো করে শিউলি কুড়িয়ে
আঁচল ভরে রাখি
শিউলি গুলোকে বুকে জড়িয়ে
বড় আহ্লাদ মাখি।
শিউলি গুলোকে নদীর বুকে
ইচ্ছে মতো সাজিয়ে
শীতল পানিতে হাত ছুঁইয়ে
দিচ্ছি ঢেউয়ে পাঠিয়ে।
খামখেয়ালি নদীর তীরে
আদ্র ছোঁয়া মাখি
ভাসিয়ে দেওয়া শিউলিতে
অনড় তাকিয়ে থাকি।
শীতের এক বেলা || Sinthia Tasnim
সিনথিয়া তাসনিম বালুয়াহাট উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্রী। তার বাড়ি বগুড়া। তিনি কবিতা লিখতে পছন্দ করেন।