স্পর্শেরও বাইরে

  • Poet: Mutasim Nayon
  • Category: Poetry
  • Published on: Monday, Mar 21, 2022

এখানে বাতাসে জলের গন্ধে 

তুমিই আপন অতি।

এখানে ফুলের উপর নিচের 

তুমিই তো প্রজাপতি।

এখানে নীলাভ আকাশ চলেছে 

দিগন্তেরই অজানায়,

সন্ধ্যার চাঁদে পাঠিয়েছি চিঠি 

তোমার পুরানো ঠিকানায়। 

এই অমত্ত  নির্মল দীঘি-জলে

স্নান সারলে তুমি সদ্য, 

এই বুঝি এই স্মৃতির বাঁধনে আমি

বাঁধলাম একখানি পদ্য।

এখানে হলুদ সরষে ফুলের

ফুরফুরে ঢেউ দোলে অবিচল,

তুমি উদাসীন দাঁড়িয়েই থাকো

বাতাসে উড়ছে শাড়ির আঁচল।

এখানের বেলী আর রজনীগন্ধ্যায়

উন্মাদনায় ডুবছি আমি সৌরভে,

তোমার খোঁপায় বাঁধা সেইসব ফুল 

তোমাকেই তো দেখছি আমি গৌরবে।

জলবতী মেঘ মুচকি হেসে 

আমাকেই বলে হেঁকে, তার খোঁজ নাইরে!

আমি বলি তাকে, আমাদের প্রেম তো 

স্পর্শেরও বাইরে।




স্পর্শেরও বাইরে || Mutasim Nayon


মুতাছিম নয়ন সরকারি পি, সি, কলেজে (বাগেরহাট) বাংলা বিভাগে অধ্যায়নরত একজন ছাত্র। তার বাবা জি,এম আছাফুর রহমান একজন শিক্ষক। তিনি বই পড়তে এবং লেখালেখি করতে পছন্দ করেন। তার বাড়ি খুলনা জেলার পাইকগাছা থানার চাঁদখালী ইউনিয়ন।