বাঙালির পরিচয়
বীর বাঙালি।
বাঙালি ভীতু নয়।
বাঙালি হয়েছে বীর
দেখিয়ে শক্তির পরিচয়।
রক্ত দিয়েছে ঢালি,
প্রতিবাদী হয়েছে বাঙালি-
শুধু স্বাধীনতার তরে।
কভু বাঙালি করেনি আপোস-
কোনো অন্যায়ের ওপরে।
মায়ের ভাষার তরে বীর বাঙালি মরে;
দেখিয়ে গেছে কেমন করে মায়ের মান রাখতে হয়।
স্বাধীনতার তরে-বীর বাঙালি মরে
শিখিয়ে গেছে কেমন করে মাকে ভালোবাসতে হয়।
বাঙালি লড়তে জানে, মরতে জানে।
তবুও মাথা নোয়াবার নয়।
বাঙালির পরিচয় || Md. Asif Ali
Md. Asif Ali likes to write poetry. His hobbies are reading fiction and non-fiction books.