তুমি আসবে বলে!
Winner of the Fortnightly event based on Editors' Choice (19.01.22)
তুমি আসবে বলে আমার ভালোবাসা অনিমেষ,
হৃদয়ে খুশির দোলা- মত্ততা ছড়ায় প্রাণের আবেশ;
স্নিগ্ধ শোভন শান্ত হাওয়াই প্রকৃতিতে উষ্ণ আমেজ!
কৃষ্ণচূড়ার লাল গালিচা রয়েছে তোমার অপেক্ষায়,
গোলাপ, গন্ধরাজ, রজনীগন্ধা দের নতুন সাজ;
বসেছে বসন্ত মেলা- মনের বনে ফুটেছে কুসুম;
ডাকছে পাপিয়া শিমুল পলাশ আম্রকানন শাখায়,
ঝিল- বিল দিঘির সুললিত হাওয়ায় হেলে দুলে শাপলা- শালুক,
পদ্ম পাতার বিছানা ভিজিয়ে নৃত্যে মত্ত নানান অঙ্গ ভঙ্গিমায়;
তুমি আসবে বলে- ভালোবাসবে বলে সবাই জানাই আজ,
আন্তরিক অভিনন্দন,উষ্ণ অভ্যর্থনা সাদর সম্ভাষণ স্বাগতম!
তোমার চোখের কাজল কালোতে অজস্র মেঘ-
আকাশের শুভ্র সাদায় মিশে ঝরঝর শ্রাবণ ধারায়
হৃদয় মাতন দোলা খুশির হিন্দোল...
সুবোধ বালিকার মতো তোমার চোখে চোখ রেখে,
তোমার হাতে হাত রেখে কাব্যিকতায় যাব হারিয়ে;
অগাধ বিশ্বাসে অচেনা পথের বাঁকে-অজানা কৌতূহলে!
শত অভিব্যক্তিতে পুড়ে প্রাঞ্জল স্বতঃস্ফূর্তভাবে;
তোমার প্রেমের পালকিতে চড়ে যদি মরণ আসে,
বিরল বাতাসে পুড়ে হব অমর প্রাপ্তি ও পূর্ণতায়!
মৃত্যু শুধু শেষ নয় জীবনের অন্য জগতে স্থানান্তর মাত্র,
প্রত্যাবর্তনের পথে-পরমাত্মাদের সাথে একাত্ম হব;
মহাকালের গর্ভে তোমার বুকের চরে দ্বীপ হয়ে রবো!
তুমি আসবে বলে! || রাশিদা-য়ে আসরার