বুক রিভিউ: ট্রেন টু পাকিস্তান
বই: ট্রেন টু পাকিস্তান
-খুশবন্ত সিং
১৯৪৭ সাল। সবে বিভক্ত হয়েছে ভারত এবং পাকিস্তান। এরই মধ্যে উপমহাদেশে শুরু হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা। শুরু হয় নিজ জন্মভূমি ছেড়ে নতুন দেশের উদ্দেশ্যে যাত্রা। প্রাণ দেয় লাখ লাখ মানুষ। এর মধ্যেও শান্ত ছিলো ভারত সীমান্তের ছোটো একটি পাঞ্জাবী গ্রাম মনোমাজরা। যেখানে বসবাসরত শিখ এবং মুসলিম সম্প্রদায় কাঁধে কাঁধ মিলিয়ে পরিচালনা করছিলো নিজেদের দৈনন্দিন জীবন।
হঠাৎ একদিন গ্রামে প্রবেশ করে একটি ভুতুড়ে ট্রেন। গ্রামের সহজ সাধারণ মানুষ বুঝে উঠতে পারেনা কি আছে পাকিস্তান থেকে আগত এই নীরব ট্রেনটির ভিতরে। গ্রামের মানুষগুলোকে দুরে রেখে ট্রেন থেকে নামিয়ে একস্থানে স্তূপ করা হয় হাজার হাজার মৃতদেহ! পুড়িয়ে ফেলা হয় সেগুলো। এরপর থেকেই এই শান্ত গ্রামটিতে ছেয়ে যায় বিশৃঙ্খলার কালো মেঘ। গ্রামের মুসলিম সম্প্রদায়কে নিজ বাসস্থান ছেড়ে পাড়ি জমাতে হয় মুসলিম শরনার্থী শীবিরে এবং তারপর তাদের গন্তব্য হবে পাকিস্তান।
এর কিছুদিন পর আবারও রাতের অন্ধকারে এসে থামে আরেকটি ভুতুড়ে ট্রেন। এবার আর আগুন নয়। স্টেশনের পাশে খোঁড়া হয় গণকবর।
পুরো ভারতবর্ষের ন্যায় এই ছোট্ট গ্রামটিতেও শুরু হয়ে যায় সাম্প্রদায়িক দাঙ্গা।
কিন্তু এর মাঝেও রয়ে যায় একজন শিখ যুবক ও একজন মুসলিম যুবতীর এক অসমাপ্ত ভালোবাসার কাহিনী। যুবকটির আত্মত্যাগের বিনিময়ে রক্ষিত হয় যুবতীটির প্রাণ, সাথে রক্ষাপায় হাজারও মুসলিম শরনার্থী, যাদের গন্তব্য পাকিস্তান।
বুক রিভিউ: ট্রেন টু পাকিস্তান || মোঃ মুন্নাফ হোসেন মুন্না
মোঃ মুন্নাফ হোসেন মুন্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক চতূর্থ বর্ষের একজন ছাত্র। তার পিতা মোঃ নুরুল হুদা, মাতা মোছাঃ কনক চাপা মুক্তা। তার স্থায়ী ঠিকানা মেহেরপুর জেলার গাঁড়াডোব গ্রাম।