ভূমিকম্প ভয়ে ভিতু নয় মুমিন
চারদিকে নীরব, নিস্তব্ধ
শুনশান নীরবতা।
হঠাৎ মুয়াজ্জিনের আজান
দূর করে সকল পঙ্কিলতা।
জেগে ওঠে মুমিন
একমাত্র খোদা তায়ালার ভয়ে,
মিসওয়াক করে,অজু করে
চলে যায় মসজিদে হাটি হাটি পায়ে,
শুরু হয় নামাজ
কিরাত পড়ছে সুমধুর কন্ঠে ইমাম সাহেব।
আল্লাহর উপস্থিতি অনুভব করে
ব্যক্তি থেকে সকল শয়তান হয়ে যায় গায়েব।
সালাম ফিরাবে এমন মূহুর্তে
কেঁপে ওঠে জমিন।
ভয় পায় সকলে
শুধুই পায়না বান্দা আল্লাহর মুমিন।
ভূমিকম্প ভয়ে ভিতু নয় মুমিন || ফাতেমা খাতুন
ফাতেমা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগে স্নাতক ৩য় বর্ষের ছাত্রী। তার পিতা মোঃ শাহজাহান আলী এবং মাতা নূরুন্নাহার। তার স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ জেলার কোনাবাড়ি গ্রামে।