নিরাপদ সড়ক চাই

  • Poet: MD Rafsan Rahman
  • Category: Poetry
  • Published on: Wednesday, Dec 8, 2021

   মা বলেছে ছেলে আমার

 অনেক বড় হবে

 ছেলে আমার বড় শহরে

  পড়ার জন‍্য যাবে

                         

বাবার হাত ধরেই আমি

গেছিলাম প্রথম স্কুলে

 সোনালি সেই দিনের কথা 

   আমি কেমনে যাব ভুলে

                     

ভুল করেছি চলার পথে

শুধরে দিয়েছে বাবা

বাবা থাকতে কোনো বিপদ

আমায় মারতে পারেনি থাবা 

                  

 পড়ালেখায় ফাঁকি দিয়েছি

মা দিয়েছে বকা

কান্না থামিয়ে  মা ই বলেছে

আর কাঁদিসনে খোকা

                     

  নটরডেম কলেজে চান্স পেয়েছি

 মায়ের সপ্ন হয়েছে পূরণ

  কলেজর সহপাঠীরা আমায়

 সাদরে করেছে বরণ

               

 নতুন জীবনে পা রেখছি

  দেখেছি নতুন আলো

  হঠাৎ এক অন্ধকারে

 সব হারিয়ে গেলো

                    

  জীবন প্রদীপ নিভিয়ে দিল

পড়ে রইল দেহ

 সবাই শুধু দাড়িয়ে দেখেছে

  বাঁচাতে পারেনি কেহ

                       

 সড়কেই গেল আমার প্রাণ

 কে নিবে এর দায়

 আর কতদিন বলতে হবে

  নিরাপদ সড়ক চাই






নিরাপদ সড়ক চাই ||  MD Rafsan Rahman

MD Rafsan Rahman from Rajshahi. He loves writing poems. He is a student in class 10.