করোনা ভাইরাস

  • Poet: MD. Rafsan Rahman
  • Category: Poetry
  • Published on: Sunday, Aug 1, 2021
করোনা ভাইরাস

করোনা এলো করোনা এলো

করোনা এলো দেশে

বাড়ছে রোগী বাড়ছে মৃত‍্যু

চব্বিশ ঘন্টা শেষে

 

বন্ধ হলো স্কুল-কলেজ

বন্ধ হলো রেল

বন্ধ সবই চলছে শুধু

করোনার খেল

 

বাঁচতে হলে মানতে হবে

হতে হবে সচেতন

তবেই কেবল রক্ষা পাবে

আমাদের জীবন

 

পড়বো মাস্ক ঢাকবো নাক

বাহিরে বের হলে

বাসা থেকে বের হবোনা

প্রয়োজন না হলে

 

সাবান দিয়ে হাত ধুঁবো

বিশ সেকেন্ড ধরে

জিনিসপত্র ব‍্যবহার করবো

স‍্যানিটাইজ করে

 

অনলাইনে চলছে ক্লাস

চলছে কেনাকাটা

বাসায় বসেই পেয়ে যাবো

অর্ডার করবো যেটা

 

সর্দি, কাশি, জ্বর হলে

করবোনা কোনো ভয়

করোনা হলেই মৃত্যু হয়

এমনটা সত‍্য নয়

 

টিকা পৌছেছে আমাদের দেশে

নিতে হবে নির্ভয়ে

সামান্য কিছু পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ে

থাকবোনা সংশয়ে

 

দূরে থেকেও আমরা সবাই

আছি পাশাপাশি

করোনা প্রতিরোধে আছি প্রস্তুত

পুরো দেশবাসী

 

মো: রাফশান রহমান রাজশাহীতে থাকেন। তিনি ১০ম শ্রেণিতে পড়েন। তিনি কবিতা লিখতে ভালোবাসেন। সাহিত্যের প্রতি তার কিছুটা ঝোঁক আছে।