প্রতিভা
Winner of the Fortnightly event based on Popular Vote (22.11.21)
পূর্বে যদি হেরে থাকো, সেই বেদনা দূরে রাখ
জাগাতে এসেছি আজ তােমাকে আবার,
এনেছি শক্ত দড়ি, তাইতাে আজ প্রশ্ন করি
আছে নাকি প্রতিভা এগিয়ে যাবার?
এমন কেউ আছাে নাকি, কাজেতে দাওনি ফাঁকি
তবুও নিয়তি আজ পড়ে আছে খসে,
এগিয়ে যেতে ইচ্ছে করে, কিন্তু আজ বদ্ধ ঘরে
হাত পা গুটিয়ে তাই আছাে শুধু বসে।
তুমিও জাগতে পারো, ভাবনা আঁকড়ে ধরাে
চারিদিক উঠবে ভরে উচ্ছাস আর জয়ে,
প্রদীপ জ্বালিয়ে তােল, অতীতকে আজই ভুলো
নিভিয়ে রেখো না তা অন্যের ভয়ে।
দিকে-দিকে পদ্য মেলা, কবি মনে দেয় দোলা
তাই আজ লিখে যাও তােমার ইতিহাস,
কত কি বলল লােকে, পরাে নাকো সেই শােকে
প্রদীপ নিভিয়ে তারা করে উপহাস।
এগিয়ে চলাে ভাবনা ঘিরে, তাকিওনা পেছনে ফিরে
সীমানা পেরুলে পরে সাড়া দেবে মন,
ধৈর্য রেখো নিজ প্রানে, কথা হবে কানে-কানে
কখনাে ভেবো না তুমি আর কতক্ষণ!
লক্ষ্য ভেদিলে পরে, থাকও যদি পরপারে
অবদান হবে সেদিন চির অম্লান,
জয়গান সব দিকে, প্রণাম সে বিধাতাকে
যেজন প্রতিভা তােমায় করেছে যে দান।
তােমার নামে জয়ধ্বনি, তুমি হবে প্রয়ােজনী
জ্ঞানের বিকাশে সেদিন থাকবে শুধু তুমি,
খেয়াল রেখো পদতলে, অন্যেরা যে যাই বলে
পা যেন ছুঁয়ে থাকে মাটির এই ভূমি।
প্রতিভা || Md.Mithun Khan
মোঃ মিথুন খান ১৯৯৯ সালের পহেলা জানুয়ারি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের মদনখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ মিরাজ খান এবং মাতা লাভলী ইয়াসমিন। বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্মান ৩য় বর্ষে ব্যবস্থাপনা বিভাগে অধ্যয়নরত আছেন।.