শীতের আভাস
Winner of the fortnightly event based on Editors' Choice (09.11.21)
কুয়াশা করেছে বুঝি সূর্যকে গ্রাস,
চারিদিকে পাওয়া যায় শীতের আভাস।
চাদরে দেহটা ঢেকে চলেছি যে একা,
সূর্যটা লুকিয়ে আছে পাইনি যে দেখা।
হঠাৎ কাঁপুনি দিয়ে মনটাকে জাগায়,
ফোটা ফোটা জল আছে ঘাসের ডগায়।
কি বলব শীত নিয়ে ভাষা নেই জানা,
পথটা অদৃশ্য আজ সবই যে অচেনা।
ছােট ছােট সভায় আজ আগুন উঠে জ্বলে,
আমি এসে যােগ দিলাম তাদের এই দলে।
কোথায় হারিয়ে গেছে পাখিদের দল?
সকালে শুনিনি আজ তাদের কোলাহল।
থেমে গেছে চঞ্চলতা ঘুমিয়ে আছে প্রকৃতি,
দিনগুলাে পেয়েছে তাই শীত বলে স্বীকৃতি।
শীতের ভয়ে গাছি ভাই নেই আজ বসে,
ভরে দেয় সবার মন খেজুরের রসে।
বেলা বাড়ে সাথে সাথে উনুনের পাশে,
বিলাসিতা খাওয়া-দাওয়া এক সাথে বসে।
কত রং, কত ঢং, কত পিঠা পুলি,
তাড়াতাড়ি খেয়ে চলো শীতটাকে ভুলি।
গাছ থেকে ঝরে গেল কত কত পাতা,
সবই তাে রাখবে মনে স্মৃতির এই খাতা।
সব স্মৃতি লিখে যাব দিন-রাত খেটে,
কিভাবে শীত এল ধীরে ধীরে হেঁটে।
শীতের আভাস || Md. Mithun Khan
Md. Mithun Khan is a 3rd year honors student of the Business Management department department at the National University.