একজন অ্যাস্টোরয়েড

  • Poet: Md. Rahat Shakil
  • Category: Poetry
  • Published on: Monday, Oct 25, 2021

Winner of the fortnightly event based on Editors' Choice (25.10.21)


কতকাল উদ্দেশ্যহীন, শূন্যতার মহাকাশে,

ভেসেছি অভিকর্ষহীন, আলোকবর্ষ ধরে,

অজানা কোন নেবুলায় জন্ম-

আজন্ম কোন নক্ষত্রের বক্ষ বিদীর্ণ

আমি এক অ্যাস্টোরয়েড।

 

এ জীবন শনির বলয়ে আবর্তিত-

নয় কোন ধূলি-হিমচূর্ণ।

অজ্ঞাত জন্ম যার, পথ তার অনির্দিষ্ট।

 

অনিশ্চিত যাত্রায়, অবিরত দেখা যায়,

নিশ্চুপ শত-সহস্র অ্যাস্টোরয়েড।

অগনিত একাকী একত্র হয়েও

পায়না কারো সঙ্গ।

সমগ্র মহাকাশ, এ ক্ষুদ্র বুকে ধরেনাকো।

 

যে সম্পর্ক শূন্যতার শেকলে বাঁধা,

যতই হোক প্রয়াস, থাকুক সান্নিধ্যের মায়া;

শুধুই নিঃসঙ্গতা- সম্পর্ক কখনো দেয়না ধোঁকা।

যদি কখনো জেগে ওঠো কোন,

অ্যাস্টোরয়েডের প্রেমে-

প্রতিদান তুমি চেয়োনা;

যে বন্ধন- বন্ধনহীনতার,

সে বন্ধনে বেঁধনা।

অ্যাস্টোরয়েড- যার জন্ম সংঘর্ষে,

তার জীবন সাজাতে চেয়োনা।


একজন অ্যাস্টোরয়েড || Md. Rahat Shakil


Md. Rahat Shakil has completed his graduation and post graduation both in Business Administration. His hobbies are reading fiction and non-fiction books.