আহা নারীবাদ!

  • কবি: সালিম সাদমান নিশাত
  • Category: Poetry
  • Published on: Monday, Jul 19, 2021

মেহরানার বন্ধনে পুরুষ বন্দী,
নারীত্ব বন্দী নারীবাদে...
ডিভোর্স দেবার নাম করে,
টাকা আয়ের সুযোগ খুঁজে।
চুপ কর ভাই, কিছু বলিও না তবে...
কেস নারী নির্যাতনের খাবে
হুমকি দেবে যৌতুক মামলার,
যদি করো জোর বেডে।
বসের পায়ের আঙ্গুল চাটে,
স্বামীর উপর চেতে!
চাকরি না করতে দিলে
স্বাধীনতা খর্ব বলে...
পর্দা করতে বললে বলে
দেহ তো আমার...
পুরুষ মানুষ ছিঃ বললে,
পটেন্সিয়াল রেপিস্ট কোথাকার!
সেখে এগুলো সোশাল মিডিয়া বা
হিন্দি সিনেমা দেখে,
বাস্তবে এসে মেলাতে গিয়ে
সংসার ভাঙ্গে শেষে...
ওহে নারী রাখো জেনে
পুরুষও হয় নারীবাদী,
কিছু উদ্দেশ্য মেনে।
কিন্তু দিনশেষে তার লক্ষ্য
দেখবে তোমার ওড়না টেনে!
নারী তুমি তখনই নারী,
যখন তুমি কোমল...
নারী তুমি তখনই নারী,
নারীত্ব যখন তোমার অটুট!
নারী পুরুষ এর সমান নহে,
এইটা তুমি মানো...
না মানলে আজকে তুমি,
ম্যানহোল সাফ কর!
আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে,
নারী হবে তুমি!
পুরুষ এর মত কেনো হতে হবে তোমায়?
তুমিই হবে তুমি!