আপনার বাড়ির পানিতে দূর্গন্ধ? পানির ট্যাংকি নিয়ে দুশ্চিতায়?
প্রতিদিন হয়তো আমরা হাজার হাজার ভাইরাস, ব্যাক্টেরিয়া খাচ্ছি তার দিকে আমরা কয়জনই বা খেয়াল রাখছি।
স্বাস্থ্য সচেতন আমরা কম বেশি সবাই। কোন খাদ্যে ভেজাল, কোন মাছে-ফলে ফরমালিন এ নিয়ে নিত্য দিনই কম বেশি কথা চলতেই থাকে আমাদের। কিন্তু বাসার পানির ট্যাংকটা শেষ কবে পরিষ্কার করানো হয়েছে তার দিকে হয়তো আমরা কেউ ঠিক মত খেয়ালই রাখছি না, তা ছেড়ে দিচ্ছি বাসার দারোয়ান বা কেয়ার টেকারের হাতে। সে হয়তো পরিষ্কার করছে বছরে একবার তাও আবার লোকাল লেবার বা যারা শৌচাগার পরিষ্কার করছে তাদের দিয়ে। তারা হয়তো ঠিকই পরিষ্কার করে যাচ্ছে কিন্তু তাতে আপনার ওয়াটার ট্যাংক জীবাণুমুক্ত হচ্ছে না বরং তারা ব্যক্তিগত পরিচ্ছন্তা নিশ্চিত না করার কারনে পানির ট্যাংকে আরো জীবাণু বাড়ছে তার দিকে হয়তো আপনি খেয়াল করছেন না।
আপনি জানেন কি? আপনার ওয়াটার ট্যাংকে জমে থাকা বালু বা মাটি নতুন বালু বা মাটি উৎপাদনে অক্ষম কিন্তু পানিতে থাকা প্রাণঘাতী ভাইরাস, ব্যাক্টেরিয়া , প্যারামেসিয়াম, প্রোটোজোয়া প্রতিনিয়ত বেড়েই চলছে।
আর তাই পানি ট্যাংক পরিষ্কারের জন্য যথেষ্ট জনসচেতনতার বৃদ্ধি সাথেসাথে প্রচলিত মজুর/প্লাম্বার দিয়ে পানির ট্যাংক পরিষ্কার না করিয়ে আমাদের দক্ষ লোকদের দ্বারা স্বল্প খরচে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে আপনার বাসার পানির ট্যাংক পরিষ্কার ও জীবাণুমুক্ততা নিশ্চিত করুন।
No existing sales at this time
No existing deals / offers at this time
No existing coupons at this time
No existing coupons at this time