চট্রগ্রাম পেইন প্যারালাইসিস ফিজিওথেরাপি & রিহ্যাবিলিটেশন সেন্টার) গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাস্থ্য অধিদফতর থেকে লাইসেন্স গ্রহন করে ২০০৬ সাল থেকে বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের তত্তাবধানে ফিজিওথেরাপিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট ( ফিজিওথেরাপি), টেকনিশিয়ান সহ সংস্লিস্ট কর্মিদের সমন্বয়ে ইউরোপ -ইন্ডিয়ান যন্ত্রপাতির মাধ্যমে ইলেক্ট্রোথেরাপি, দক্ষ ফিজিও হাতে ম্যানুয়াল থেরাপি সহ বিভিন্ন ধরনের এক্সারসাইজ থেরাপি মাধ্যমে বিভিন্ন ধরনের বাত ব্যথা আঘাত ও খেলাধুলায় আঘাত জনিত সমস্যা ও স্ট্রোক জনিত হ্যামিপ্লেজিয়া, প্যারালাইসিস, প্রতিবন্ধিতা জনিত সমস্যায় সাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ফিজিওথেরাপি ও রিহ্যাব সেবা প্রদান করা হয়। এখানে রুগীদের ফিজিওথেরাপি ও পরামর্শ দিয়ে থাকেন মোহাম্মাদ কামরুজ্জামান( পিটি), যিনি ঢাকা বিশ্ব বিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান ( NITOR) / পংগূ হাসপাতাল থেকে ইন্টার্ন শিপ সহ ৫ বছর মেয়াদী ২০০৫ সালে ব্যচেলর অব ফিজিওথেরাপি ( বিপিটি) ডিগ্রি অর্জন করেন,পরবতীতে চট্রগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালের অর্থোপেডিক সাজারী বিভাগে এক বছরের (১১/১০/২০০৫ থেকে ১০.১০.২০০৬) পিজিটি করেন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান এ পরিচালিত ফিজিওথেরাপি ডিগ্রি কোর্সের লেকচারার অব ফিজি ওথেরাপি ও পরিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন২৬.০৪.২০০৭ থেকে ২৭.১০.২০১১ পর্যন্ত। উপরোক্ত সময়ে ম্যানুয়াল থেরাপি ফাউন্ডেশন ইন্ডিয়া (MTFI) থেকে CMT সর্ কোর্স সম্পন্ন করেন। গন বিশ্ব বিদ্যালয়ের স্নাতকোত্তর চিকিৎসা ফ্যাকাল্টির অধীনে মাস্টার অব ফিজিওথেরাপি (এম পি টি) ডিগ্রি লাভ করেন। সেই সময় তিনি চট্রগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমি( বি এম এ) তে খন্ডকালীন ফিজিওথেরাপি কনসাল্ট্যান্ট হিসেবে যোগদান করেন ২০.০১.২০১৩ থেকে অধ্যবদি,একই সাথে চট্রগ্রাম সেনানিবাসের ইস্ট বেংগল রেজিমেন্ট সেন্টার( EBRC) তে খন্ডকালীন ফিজিওথেরাপি কনসাল্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন ০১.০৪.২০১৩ থেকে ০৪.০৪.২০১৬ পর্যন্ত। একই সময় বাংলাদেশ নেভাল একাডেমি, চট্রগ্রামে ০১.০১.২০১৬ থেকে ৩১.১২.২০১৮ পর্যন্ত প্রতিষ্ঠা তা স্পেশালিষ্ট ফিজিওথেরাপিস্ট হিসাবে দায়িত্ব। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ঢা ) এবং বি কে এস পি তে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস মেডিসিন ডিগ্রি লাভ করেন।তিনি চট্রগ্রাম বিভাগের বিভিন এন জি ও তে ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ, পি কে এস এফ এর আওতাভুক্ত এন জি ও তে বার্ধক্য জনিত / প্রবীন জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে চট্রগ্রাম ও রাংগামাটি জেলায় কন্সাল্ট্যান্ট হিসেবে কাজ করেছেন। সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া চট্রগ্রামের হলিক্রিসেন্ট হাসপাতালের ফিজিওথেরাপি & স্ট্রোক রিহ্যাব সেন্টার ২০০৬ সাল থেকে পরিচালনা করে আসছিলেন।২০১৯ সালের ০২ ফেব্রুয়ারি থেকে চট্রগ্রাম বিশ্ব বিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ফিজিওথেরাপিস্ট হিসাবে যোগদান করেন, একই সাথে ফিজিক্যাল এডুকেশন & স্পোর্টস সাইন্স ডিপার্টমেন্ট এ ফ্যাকাল্টি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তার পরিচালিত CPRC এর উদ্যোগে চট্রগ্রাম, রাংগামাটি ও খাগড়াছড়ি জেলার সাধারণ রুগীগন সল্প খরচে ফিজিওথেরাপি ও রিহ্যাব সেবা পেয়ে উপকৃত হচ্ছেন।আমাদের উদ্যেশ্য সাধারণ মানুষ যাতে সহজে এই সেবা নিতে পারেন এবং অতি অল্প সময়ে ও সল্প খরচে বাত ব্যথা স্ট্রোক জনিত হাত পা অবশ ও প্যারালাইসিস থেকে মুক্তি পেয়ে সাভাবিক জীবনে ফিরে যেতে পারে।
No existing sales at this time
No existing deals / offers at this time
No existing coupons at this time
No existing coupons at this time