বাংলাদেশে সম্প্রতি সড়ক দূর্ঘটনা ভয়াবহ আকারে বৃদ্ধি পেয়েছে। সড়ক, মহাসড়ক, উপজেলার সড়কসহ অন্যান্য সড়কসমূহ উন্নয়নের সাথে সাথে নিয়ন্ত্রনহীনভাবে দ্রুত গতিতে যানবাহন...
বাংলাদেশে সম্প্রতি সড়ক দূর্ঘটনা ভয়াবহ আকারে বৃদ্ধি পেয়েছে। সড়ক, মহাসড়ক, উপজেলার সড়কসহ অন্যান্য সড়কসমূহ উন্নয়নের সাথে সাথে নিয়ন্ত্রনহীনভাবে দ্রুত গতিতে যানবাহন চালানো, ট্রাফিক সিগন্যাল অমান্য / রোড মার্ক সমন্ধে অজ্ঞতা / রং পার্কিং / ঝুঁকিপূর্ণ টার্নিং / হাইওয়ে কোড না জানা / ড্রাইভিং বিষয়ে বইপত্র না পড়া এবং এক কথায় উপযুক্ত ড্রাইভিং স্কুলে ড্রাইভিং শিক্ষা গ্রহণ না করে যত্রতত্র ভাবে গড়েওঠা যেনতেন ভাবে ড্রাইভিং স্কুল থেকে ড্রাইভিং শেখা- এগুলোই সড়ক দূর্ঘটনার অন্যতম কারণ হিসাবে চিহ্নিত হচ্ছে। আমাদের দেশে যেমন শিক্ষিতের হার বৃদ্ধি পেয়েছে, তেমনি জীবন যাত্রার মান ও চাহিদাও বৃদ্ধি পেয়েছে। গাড়ী এখন আমাদের নিত্যপ্রয়োজনীয় বন্তুতে পরিণত হয়েছে। যদি আপনি নিজে ড্রাইভিং জানেন তবে, গাড়ী আপনার আপদে-বিপদে, আনন্দে, দুঃখ-কষ্টে সবসময়ই গাড়ী আপনার বিশ্বস্ত সঙ্গী। আমাদের দেশ একটি উন্নয়নশীল দেশ, খুব শীঘ্রই আমরা মধ্যম আয়ের দেশে পদার্পণ করতে যাচ্ছি। প্রতিটি ক্ষেত্রেই চলছে উন্নয়নের প্রতিযোগীতা অথচ “ড্রাইভার তৈরীর” ক্ষেত্র এখনও অবহেলিত রয়ে গেছে, ফলে প্রতিদিনই অসংখ্য মানুষ দূর্ঘটনার শিকার হচ্ছে এবং মোটরযানে যাতায়াত আজ আতঙ্কে পরিণত হয়েছে। আমরা মনেকরি অধিকাংশ শিক্ষার্থীরা অশিক্ষিত, অর্ধশিক্ষিত ড্রাইভারদের কাছ থেকে ড্রাইভিং শিখছে এবং ড্রাইভিং স্কুলে ভর্তি হওয়ার পূর্বে ড্রাইভিং স্কুলের শিক্ষার মান, প্রশিক্ষণ উপকরণ, সমৃদ্ধ ওয়ার্কশপ, ট্রেনিং কার এবং ইন্সট্রাক্টরদের দক্ষতা, ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির ব্যবস্থা ইত্যাদি যাচাই না করেই ড্রাইভিং কোর্সে ভর্তি হচ্ছেন। এভাবে ত্রটিপূর্ণ ও অসম্পূর্ণভাবে ড্রাইভিং শেখার কারণেই বাড়ছে সড়ক দূর্ঘটনা, বাড়ছে দূর্ঘটনার ঝুঁকি। আমাদের সচেতনতা, সঠিক সিদ্ধান্ত ও উপযুক্ত ড্রাইভিং স্কুলে ড্রাইভিং শেখা ছাড়া এ সমস্যার সমাধান আছে কি ? আসুন আমরা সকলে সচেতন হই, সঠিকভাবে গাড়ী সমন্ধে জ্ঞান লাভ করি এবং উপযুক্ত ও পরিপূর্ণ প্রশিক্ষণ ব্যবস্থা আছে, এসব বিষয় যাচাই করেই ড্রাইভিং স্কুলে ভর্তি হই এবং দূর্ঘটনার হাত থেকে নিজেকে ও অপরকে রক্ষা করি। আমরা আপনাকে দক্ষতা লাভের নিশ্চয়তা দেই
এই মুহুর্তে কোনও বিদ্যমান বিক্রয় নেই
এই মুহুর্তে কোনও বিদ্যমান ডিল / অফার নেই
এই মুহুর্তে কোনও বিদ্যমান কুপন নেই
এই মুহুর্তে কোনও বিদ্যমান খাদ্য কুপন নেই