ড. আনিসুর রহমান ক্লিনিক্যাল সাইকোলজি সেন্টার ফর কাউন্সেলিং ও সাইকোথেরাপি (আর্ক)- মানসিক স্বাস্থ্য বিষয়ক একটি কেন্দ্র, যেখানে কাউন্সেলিং এবং সাইকোথেরাপি সেশন প্রদানের জন্য গুণগত...
ড. আনিসুর রহমান ক্লিনিক্যাল সাইকোলজি সেন্টার ফর কাউন্সেলিং ও সাইকোথেরাপি (আর্ক)- মানসিক স্বাস্থ্য বিষয়ক একটি কেন্দ্র, যেখানে কাউন্সেলিং এবং সাইকোথেরাপি সেশন প্রদানের জন্য গুণগত মানসম্মত সুবিধা রয়েছে । মানসিক সমস্যা ও উন্নয়ন সম্পর্কিত বিষয়ে কাউন্সেলিং ও সাইকোথেরাপি সেবা প্রদানে আর্ক প্রতিশ্রুতিবদ্ধ এবং সর্বদা সচেষ্ট । এই প্রতিষ্ঠানটি অভিজ্ঞ চিকিৎসা মনোবিজ্ঞানী এবং মনোরোগ বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত একটি মানসিক স্বাস্থ্যসেবা ও উন্নয়ন কেন্দ্র ।
আমাদের লক্ষ্য:
১. দেশে বিশ্বমানের মানসিক স্বাস্থ্য সেবার নিশ্চয়তা প্রদান করা;
২. মানসিক স্বাস্থ্য সচেতনতার প্রচার ও প্রসার করা;
৩. সমাজে প্রচলিত মানসিক স্বাস্থ্য সম্পর্কিত কুসংস্কার, ভ্রান্ত ধারণা দূর করে সর্বসাধারণের জন্য সেবা নিশ্চিত করা ।
আমাদের সেবাসমূহ:
-কক কাউন্সেলিং ও সাইকোথেরাপি
-দলীয় কাউন্সেলিং ও সাইকোথেরাপি
-শিশু-কিশোরদের আচরণগত সমস্যা
- দাম্পত্য/ পারিবারিক থেরাপি
-মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ, কর্মশালা ও আলোচনার আয়োজন
- সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট/টেস্ট
-মাদকাসক্তি
-ঢাকার ভেতরে বিশেষজ্ঞের হোম ভিজিট
-ঢাকার বাইরের জন্য ভিডিও কলের মাধ্যমে অনলাইন সার্ভিস
-মানসিক স্বাস্থ্য বিষয়ক যেকোন তথ্যের জন্য হেল্পলাইন
-কাউন্সেলিং বা সাইকোথেরাপি কি?
*সাইকোথেরাপি হলো এক ধরনের ঔষধবিহীন মনোবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি যেখানে কথা, কাজ ও অনুশীলনের মাধ্যমে মানসিক সমস্যা বা অসুস্থতা নিয়ে কাজ করা হয় ।
*ঔষধ মস্তিষ্কের হরমোনাল ও কেমিক্যাল অসামঞ্জস্যতাকে স্বাভাবিক করার মাধ্যমে আচরণের পরিবর্তন নিয়ে আসে । কিন্তু, ক্লায়েন্টের চিন্তাধারা যদি ইতিবাচকভাবে পরিবর্তন না হয় সেক্ষেত্রে ঝুঁকি থেকেই যায় আবারও সমস্যার কবলে পড়ার । সাইকোথেরাপি নিজস্ব চিন্তাধারার উপর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের মাধ্যমে অন্য ব্যক্তি/বিষয়/ঔষধের উপর নির্ভরতা কমিয়ে স্বনির্ভর হতে সাহায্য করে । সুতরাং, ঔষধ ও সাইকোথেরাপি একে অপরের পরিপূরক, বিকল্প নয় ।
*সাইকোথেরাপিতে সাধারণত ৮-১২টা সেশন নিতে হয় । ১টা সেশন প্রতি সপ্তাহে ৪০-৫০ মিনিট করে । সমস্যাভেদে সেশন সংখ্যা বাড়তে বা কমতে পারে ।*
এই মুহুর্তে কোনও বিদ্যমান বিক্রয় নেই
এই মুহুর্তে কোনও বিদ্যমান ডিল / অফার নেই
এই মুহুর্তে কোনও বিদ্যমান কুপন নেই
এই মুহুর্তে কোনও বিদ্যমান খাদ্য কুপন নেই